শিরোনাম
সংসদ থেকে তালুকদার আব্দুল খালেকের পদত্যাগ
প্রকাশ : ১০ এপ্রিল ২০১৮, ২১:৫২
সংসদ থেকে তালুকদার আব্দুল খালেকের পদত্যাগ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

জাতীয় সংসদের ৯৭ বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য তালুকদার আব্দুল খালেক সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন।


মঙ্গলবার সংসদে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদ কার্য প্রণালী বিধির ১৭৮ বিধির ৩ উপবিধি অনুযায়ী সংসদকে তার পদত্যাগের বিষয় অবহিত করেন।


তিনি জানান, অপরাহ্নে তালুকদার আব্দুল খালেক সংবিধানের ৬৭ (২) অনুচ্ছেদ অনুযায়ী নিজে উপস্থিত হয়ে স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র স্পিকারের কাছে পেশ করেছেন। স্পিকার তার এ পদত্যাগপত্র গ্রহণ করেছেন বলে সংসদকে জানান।


স্পিকার আরো জানান, পদত্যাগপত্র গ্রহণ করায় বিধি অনুযায়ী তার সংসদীয় আসন ৯৭ বাগেরহাট-৩ আজ অপরাহ্ন থেকে শূন্য হয়েছে।


তালুকদার আব্দুল খালেক খুলনা সিটি করপোরেশনের আসন্ন নির্বাচনে আওয়ামী লীগ থেকে মেয়র পদে মনোনয়ন পেয়েছেন।


বিবার্তা/রোকন/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com