শিরোনাম
নজরুল, আলিফ ও পিয়াসের মরদেহ আসছে আজ
প্রকাশ : ২২ মার্চ ২০১৮, ১১:২১
নজরুল, আলিফ ও পিয়াসের মরদেহ আসছে আজ
নজরুল, আলিফ ও পিয়াস
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

নেপালের কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ দুর্ঘটনায় নিহত বাকী তিন বাংলাদেশীর মরদেহ আজ বৃহস্পতিবার দেশে আসছে।


ডিএনএ পরীক্ষার মাধ্যমে এই তিনজনের লাশ শনাক্ত হয়। পরিচয় শনাক্ত হওয়ার পর তাদের মরদেহ নেপালে বাংলাদেশী দূতাবাসে বুঝিয়ে দেয়া হয়। এই তিনজনের মরদেহ নেপালের টিচিং হাসপাতালের মর্গে ছিল।


এই তিনজন হলেন- নজরুল ইসলাম, মোল্লা আলিফুজ্জামান ও পিয়াস রায়। দূতাবাস প্রাঙ্গনে নজরুল ও আলিফের জানাজাও সম্পন্ন হয়েছে। জানাজায় দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীরা এবং নেপালে থাকা বাংলাদেশিরা উপস্থিত ছিলেন। পাশাপাশি পিয়াসের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।


ইউএস-বাংলার গণসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক কামরুল ইসলাম বলেছেন, বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে আজ দুপুর ৩টার দিকে ওই তিন মরদেহ দেশে পৌঁছাবে। বিমানবন্দরেই স্বজনদের কাছে মরদেহগুলো হস্তান্তর করা হবে।


নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাশফি বিনতে শামস বুধবার বলেছেন, উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় নিহত যে তিন বাংলাদেশীর মরদেহ কাঠমান্ডুতে ছিল, তাদের পরিচয় শনাক্ত করা হয়েছে। এখন আর তাদের লাশ দেশে ফেরত পাঠাতে কোনো বাধা নেই।


এর আগে সোমবার ২৩ জনের মরদেহ বাংলাদেশ বিমানবাহিনীর একটি বিশেষ ফ্লাইটে দেশে নিয়ে আসা হয়।


১২ মার্চ ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট ৬৭ যাত্রী ও চার ক্রুসহ ৭১ আরোহী নিয়ে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের আগ মুহূর্তে বিধ্বস্ত হয়। এই দুর্ঘটনায় ৫১ জন নিহত হয়। যার মধ্যে ২৬ জন বাংলাদেশী আরোহী ছিলেন।


বিবার্তা/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com