শিরোনাম
‘ঢাকা শহরে পানির কোনো ঘাটতি নেই’
প্রকাশ : ০৩ অক্টোবর ২০১৬, ২২:২৭
‘ঢাকা শহরে পানির কোনো ঘাটতি নেই’
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ঢাকা শহরে চাহিদা অনুযায়ী পানির কোনো ঘাটতি নেই।


সোমবার সংসদে সরকারি দলের সদস্য বেগম সানজিদা খানমের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।


মন্ত্রী বলেন, বর্তমানে ঢাকা শহরে পানির চাহিদার পরিমাণ দৈনিক ২১৪ থেকে ২৩০ কোটি লিটার। এর বিপরীতে ঢাকা ওয়াসার পানি সরবরাহের সক্ষমতা দৈনিক ২৪৫ কোটি লিটার।


তিনি বলেন, রাজধানীতে বিশুদ্ধ পানি সরবরাহ করার জন্য পুরাতন পাইপ লাইন পরিবর্তন করে সর্বাধুনিক ডিএমএ (ডিস্টিকট মিটারড এরিয়া) পদ্ধতির মাধ্যমে পানি সরবরাহের কার্যক্রম হাতে নেয়া হয়েছে। এ জন্য দু’টি মেঘা প্রজেক্ট দ্রুততার সাথে কাজ করছে।


বিবার্তা/রোকন/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com