শিরোনাম
বাঁ হাতের পাঁচটি আঙ্গুল কেটে ফেলা হয়েছে হাসির
প্রকাশ : ২২ মার্চ ২০১৮, ০৯:৪৮
বাঁ হাতের পাঁচটি আঙ্গুল কেটে ফেলা হয়েছে হাসির
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

নেপালে কাঠমান্ডুতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় প্রাণে বেঁচে যাওয়া ইমরানা কবির হাসির বাঁ হাতের পাঁচটি আঙ্গুলইকেটে ফেলা হয়েছে।


হাসি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষক। তিনি বর্তমানে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। তাকে গুরুতর আহত অবস্থায় নেপাল থেকেই সিঙ্গাপুরে নেয়া হয়।


১২ মার্চ কাঠমান্ডুতে ওই দুর্ঘটনায় নিহত ৫১ জনের মধ্যে একজন হাসির স্বামী সফটওয়্যার প্রকৌশলী রকিবুল হাসান।


সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের বার্ন ইউনিটের কনসালটেন্ট ডা. সি জ্যাকের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন হাসি। জ্যাকের বরাত দিয়ে ঢাকা মেডিকেলের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের আবাসিক সার্জন ডা. হোসেইন ইমাম বুধবার বলেছেন, ইমরানা কবির হাসির বাম হাতের পাঁচটি আঙুল কেটে ফেলতে হয়েছে। দুর্ঘটনার সময় বাঁ হাত দিয়ে তিনি হয়ত কিছু ধরেছিলেন। পুড়ে গিয়ে তার আঙুলে আর কিছু ছিল না।


তিনি আরো বলেন, ইমরানা রিকভার করছে, এখন তার ব্লাডে কিছু ইনফেকশন আছে, তার আরো কিছু চিকিৎসা লাগবে।


হাসিকে আইসিইউ থেকে হাই ডিপেনডেন্সি রুমে নেয়া হয়েছেেএবং তিনি বর্তমানে কথাও বলতে পারছেন বলে তার এক ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে।


বিমান দুর্ঘটনায় আহত বাংলাদেশিদের মধ্যে সিঙ্গাপুরে চিকিৎসাধীন রিজওয়ানুল কবিরও ডা. জ্যাকের তত্ত্বাবধানে আছেন। কবির এখন তুলনামূলক ভালো আছেন বলেও জানিয়েছেন সার্জন ইমাম।


এছাড়া নেপাল থেকে ভারতের দিল্লিতে অ্যাপোলো হাসপাতালে নেয়া হয় ইয়াকুব আলীকে। তিনিও ভাল আছেন বলে জানান ডা. ইমাম।


বিবার্তা/শারমিন/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com