শিরোনাম
মিয়ানমারের ভেতর দিয়ে বাংলাদেশে বিদ্যুৎ দিতে চায় চীন
প্রকাশ : ২০ মার্চ ২০১৮, ১৭:৫৬
মিয়ানমারের ভেতর দিয়ে বাংলাদেশে বিদ্যুৎ দিতে চায় চীন
অং সান সুচি'র সঙ্গে ১০ মার্চ বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার জ্বালানি উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী ও চীনের জাতীয় জ্বালানি প্রশাসনের ভাইস অ্যাডমিনিস্ট্রেটর লি ফ্যানরং
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

মিয়ানমারের মধ্য দিয়ে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহের প্রস্তাব দিয়েছে চীন। মিয়ানমারে জ্বালানি সহযোগিতা বিষয়ক এক অনুষ্ঠানে চীন এই প্রস্তাব দেয়।


মঙ্গলবার বিমসটেকের (বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল, টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন) সদর দফতরে বাংলাদেশের বিদ্যুৎ সচিব আহমাদ কাইকাউস জানান, সম্প্রতি আমরা মিয়ানমারে গিয়েছিলাম। সেখানেই চীন আমাদের প্রস্তাব দিয়েছে। তারা (চীন) মিয়ানমারের মধ্য দিয়ে বাংলাদেশকে বিদ্যুৎ সরবরাহ করতে পারবে।


সচিব বলেন, মিয়ানমারের সঙ্গে আমাদের এখন স্পর্শকাতর সম্পর্ক চলছে। এর মধ্যেই আলোচনা করছি আমরা। সম্পর্কের টানাপড়েন থাকতে পারে, কিন্তু এর মধ্যেও আমরা এগিয়ে যেতে পারি।


নেপাল, ভুটান ও মিয়ানমারের সঙ্গে জলবিদ্যুৎ খাতে সহযোগিতার বিষয়েও আলোচনা চলছে বলে জানান আহমাদ কাইকাউস।


বিবার্তা/কামরুল/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com