শিরোনাম
মিরপুরে সন্ত্রাসীর গুলিতে আহত পুলিশ সদস্যের মৃত্যু
প্রকাশ : ২০ মার্চ ২০১৮, ০৪:৪০
মিরপুরে সন্ত্রাসীর গুলিতে আহত পুলিশ সদস্যের মৃত্যু
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

মিরপুরের মধ্য পীরেরবাগের আলিম উদ্দিন স্কুলের পাশে একটি তিনতলা বাড়িতে সন্ত্রাসীদের গোলাগুলিতে গুলিবিদ্ধ ইন্সপেক্টর মো. জালালউদ্দিন মৃত্যুবরণ করেছেন। সোমবার রাত ২টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।


ডিএমপির মিরপুর বিভাগের উপ-কমিশনার মাসুদ আহমেদ এ তথ্য জানিয়েছেন।


এর আগে সোমবার মধ্যরাতে মিরপুরের মধ্য পীরেরবাগের আলিম উদ্দিন স্কুলের পাশে একটি তিনতলা বাড়িতে পুলিশ অভিযানে যায়। এ সময় জালাল গুলিবিদ্ধ হন।


বিষয়টি নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া সাংবাদিকদের জানিয়েছিলেন, আমাদের কাছে তথ্য ছিল মধ্য পীরেরবাগে একটি তিনতলা ভবনে অস্ত্র, গোলাবারুদ, বিস্ফোরক নিয়ে সন্ত্রাসীরা নাশকতার পরিকল্পনায় অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে পুলিশের একটি টিম সেই বাসায় অভিযান চালায়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে সন্ত্রাসীরা। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এক পর্যায়ে ইন্সপেক্টর জালালের মাথায় গুলি লাগলে তিনি বাসার দেয়াল ও সীমানা প্রাচীরের মাঝখানে পড়ে যান। পরে সেখান থেকে উদ্ধার করে রাজধানীর স্কয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার অবস্থা আশঙ্কাজনক। প্রচুর রক্তক্ষরণ হচ্ছে।


এদিকে, ঘটনাস্থল থেকে নারীসহ চারজনকে আটক করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।


বিবার্তা/খলিল/জহির


এই সংক্রান্ত আরো খবর :


>> মিরপুরে ভবনে বিস্ফোরণ, গুলিবিদ্ধ পুলিশ <<


>> গুলিবিদ্ধ পুলিশ সদস্য স্কায়ারে, অবস্থা আশঙ্কাজনক <<


>> মিরপুর থেকে পালিয়েছে তিন সন্ত্রাসী, গ্রেফতারে চলছে অভিযান <<

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com