শিরোনাম
গ্রামের বাড়িতে চিরনিদ্রায় শায়িত হবেন ফয়সাল
প্রকাশ : ১৯ মার্চ ২০১৮, ১০:০০
গ্রামের বাড়িতে চিরনিদ্রায় শায়িত হবেন ফয়সাল
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

নেপালে মর্মান্তিক উড়োজাহাজ দুর্ঘটনায় নিহত হন বৈশাখী টেলিভিশনের নিজস্ব প্রতিবেদক আহমেদ ফয়সাল। শনাক্তকরনের নানা আনুষ্ঠানিকতা শেষে সোমবার দুপুরে নেপাল থেকে বিমানবাহিনীর একটি বিশেষ ফ্লাইটে দেশে আনা হবে ফয়সালসহ দুর্ঘটনায় নিহত ২৩ বাংলাদেশীর মরদেহ।


এরপর মরদেহগুলো নেয়া হবে আর্মি স্টেডিয়ামে। সেখানে জানাজা ও শ্রদ্ধা নিবেদন শেষে ফয়সালের মরদেহ গ্রহণ করবেন স্বজন ও বৈশাখী পরিবারের সদস্যরা।


এরপর ফয়সালের মরদেহ নেয়া হবে তার দীর্ঘদিনের কর্মস্থল রাজধানীর মহাখালীতে বৈশাখী টেলিভিশন কার্যালয়ে। এখানেই শেষবারের মতো শ্রদ্ধা জানাবেন সহকর্মীরা। সহকর্মীদের ভালোবাসা নিবেদন শেষে ফয়সালের জানাজা অনুষ্ঠিত হবে বৈশাখী টেলিভিশন প্রাঙ্গণে।


নিজ কর্মস্থলে শেষ শ্রদ্ধার পর তাকে নেয়া হবে সেগুনবাগিচায় সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সামনে। সেখানে আরেক দফা জানাজা হবে। এরপর মরদেহ শেষবারের মতো নিয়ে যাওয়া হবে ফয়সালের গ্রামের বাড়ি শরিয়তপুরের ডামুড্যায়। সেখানে আরেকদফা জানাজা শেষে চিরনিদ্রায় শায়িত হবেন ফয়সাল।


বিবার্তা/বাণী/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com