শিরোনাম
স্বাগত জানাতে প্রস্তুত দিল্লি
আগামী ১৮-২০ ডিসেম্বর ভারত যাবেন শেখ হাসিনা
প্রকাশ : ১৭ নভেম্বর ২০১৬, ১২:০৯
আগামী ১৮-২০ ডিসেম্বর ভারত যাবেন শেখ হাসিনা
কলকাতা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

আগামী মাসের ১৮ থেকে ২০ ডিসেম্বরের মধ্যে দিল্লির সফর করতে পারেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দক্ষিণ এশিয় অঞ্চলে যেভাবে পাকিস্তান মদদপুষ্ট সন্ত্রাসের জাল বিস্তার করছে তার বিরুদ্ধে পূর্ব পাড়ের প্রতিবেশী দেশটির সঙ্গে সম্পর্ক মজবুদ করার লক্ষ্যেই হাসিনার এই সফর বলে মনে করা হচ্ছে।


প্রথমে ডিসেম্বরের প্রথম সপ্তাহে দিল্লি সফরের কথা থাকলেও পরে তা পিছিয়ে যায়। হাসিনার এই সফরে দুই দেশের মধ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ চুক্তি ও সমঝোতা স্বাক্ষরিত হতে পারে বলে খবর।


গত সপ্তাহেই দিল্লি এসে হাসিনা সফরের এজেন্ডা স্থির করে যান বাংলাদেশের পররাষ্ট্র সচিব সহিদুল হক। সূত্রে খবর মোদি-হাসিনা বৈঠকে বহুপ্রতীক্ষিত তিস্তা পানিবণ্টনসহ দুই দেশের মধ্যে প্রবাহিত নদীগুলির পানিবণ্টনের বিষয়টি গুরুত্ব দিয়ে আলোচনা করা হতে পারে মনে করা হচ্ছে। পাশাপাশি গঙ্গা নদীর ওপর প্রস্তাবিত বাঁধ প্রকল্প নির্মাণ নিয়ে ভারতের সাহায্য চাইতে পারে বাংলাদেশ। আলোচনা স্থান পাবে জঙ্গি ও সন্ত্রাসবাদ প্রসঙ্গটিও।


সাম্প্রতিক কালে ভারত-বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক শীর্ষ পর্যায়ে অবস্থান করছে। জঙ্গি ও সন্ত্রাসবাদ দমনে ভারতের এক নির্ভরযোগ্য অংশীদার হিসাবে উঠে এসেছে পদ্মা পাড়ের এই দেশটি। সেপ্টেম্বরের শেষে কাশ্মীরের উরিতে জঙ্গি হামলায় ১৯ জন জওয়ানের নিহত হওয়ার ঘটনায় ভারতের পাশে থেকে বার্তা দেয় বাংলাদেশ।শুধু তাই নয়, গত ২৯ তারিখ এলওসি পেরিয়ে পাকশাসিত কাশ্মীরে গিয়ে ভারতীয় সেনার ‘সার্জিক্যাল স্ট্রাইক’এর পরই বিদেশি রাষ্ট্র হিসাবে বাংলাদেশই প্রথম এই সেনা অভিযানকে সমর্থন জানায়। সন্ত্রাসবাদ দমনে কঠোর পদক্ষেপ নেওয়ায় সম্প্রতি গোয়ায় ব্রিকস ও বিমস্টেক সম্মেলনের ফাঁকে হাসিনার ভূয়ষী প্রশংসা করেন মোদি। পাশাপাশি দক্ষিণ এশিয়ায় কানেকটিভিটি বৃদ্ধি এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে বাংলাদেশ ক্রমশ ভারতের এক নির্ভরযোগ্য অংশীদার হিসেবে উঠে উঠেছে। বাংলাদেশের উন্নয়ন ও অবকাঠোমো উন্নয়নে সাহায্যের হাত বাড়িয়েছে ভারতও। প্রতিবেশী দেশটিকে ৩ মিলিয়ন ইউএস ডলার আর্থিক সহায়তা করেছে ভারত।


২০১৪ সালে ক্ষমতায় আসার পর গত দুই বছরে নেপালের প্রধানমন্ত্রী প্রচণ্ড দুই বার ভারত সফর করছেন, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীও একাধিকার ভারত সফর করেছেন, আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনিও গত দুই বছরের কম সময়ের মধ্যে দুইবার ভারত সফর করেছেন সেখানে হাসিনা এখনও পর্যন্ত ভারতে একটিও সরকারি সফর করেননি। সেক্ষেত্রে এটিই হবে তাঁর প্রথম সরকারি সফর।


এর আগে ভারতীয় রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের স্ত্রী শুভ্রা মুখোপাধ্যায়ের প্রয়াণের পর তাঁর অন্তেষ্ট্যিক্রিয়ায় যোগ দিতে দিল্লি এসেছিলেন হাসিনা এবং শেষবার গত অক্টোবর মাসের শেষে গোয়ায় ব্রিকস ও বিমস্টেক সম্মেলনে যোগ দেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। কিন্তু কোনটাতেই ২৪ ঘণ্টার বেশি সময় কাটাননি ভারতে।


বিবার্তা/ডিডি/জিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com