শিরোনাম
রো‌হিঙ্গা সঙ্কট নির‌সনে ভার‌তের সাহায্য চাই‌লেন কা‌দের ‌
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০১৮, ২১:০৪
রো‌হিঙ্গা সঙ্কট নির‌সনে ভার‌তের সাহায্য চাই‌লেন কা‌দের ‌
বিবার্তা প্রতি‌বেদক
প্রিন্ট অ-অ+

‌রো‌হিঙ্গা সঙ্কট নিরস‌নে ভারত সরকারের কা‌ছে সাহায্য চে‌য়ে‌ছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।


বুধবার বিকেলে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে ‘বাংলাদেশ ভারত জার্নালিষ্ট ডায়ালগ’ অনুষ্ঠানে ভারত সরকারকে উদ্দেশ্য করে তিনি এ সাহায্য কামনা ক‌রেন।


ওবায়দুল কাদের বলেন, আপনাদের কাছে অনুরোধ করবো, প্লিজ আমাদের একটু সাহায্য করুন। পর পর কয়েকটি প্রাকৃতিক দুর্যোগ আমরা ফেস করেছি। আমাদের হাওরের বন্যা, দেশের বিভিন্ন স্থানে বন্যা ও রোহিঙ্গা ইস্যু। রোহিঙ্গাদের সংখ্যা এখন ১১ লাখ অতিক্রম করেছে। বাংলাদেশ কিভাবে অ্যাফোর্ড করবে। একাত্তরের ক্রাইসিসে আপনারা আমাদের পাশে ছিলেন, এবারো আপনারা পাশে দাঁড়ান।


তি‌নি ব‌লেন, আজকেও আমরা ক্রাইসিসের মধ্যে আছি। এই ক্ষেত্রে ভারতের সাহায্য খুবই প্রয়োজন। আপনাদের সাথে মিয়ানমারের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই, কিন্তু মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদের কারণে উখিয়া-টেকনাফ এলাকায় মানুষের যে কষ্ট হচ্ছে সেটা কেউ দেখে না।


রো‌হিঙ্গা সঙ্কটের বিষ‌য়ে তি‌নি ব‌লেন, আমাদের সাগরের বিচে এখন পর্যটকরা যাচ্ছে না, আমাদের পাহাড় কেটে ফেলা হচ্ছে। আমরা অর্থনৈতিকভাবে বিপর্যস্ত হচ্ছি। আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ করছি, আমরা আর পারছি না। রোহিঙ্গা সমস্যা আজ একটা অসহনীয় বোঝা নিয়ে এসেছে।


এ সময় ভারতীয় সাংবাদিকদের অনুরোধ জানিয়ে ভারত সরকারকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, পরিশেষে আমি তিস্তা চুক্তির ক্ষেত্রে ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশের সমস্যা তুলে ধরার পাশাপাশি ভারত সরকারকে রোহিঙ্গা সমস্যার কথা তুলে ধারার আহ্বান জানা‌চ্ছি।


বিবার্তা/ওরিন/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com