শিরোনাম
ভারত-বাংলাদেশের সম্পর্কে এখন সোনালী অধ্যায়
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০১৮, ২২:০৪
ভারত-বাংলাদেশের সম্পর্কে এখন সোনালী অধ্যায়
সাভার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা বলেছেন, নরেন্দ্র মোদী ও শেখ হাসিনার ঐকান্তিক চেষ্টায় বর্তমানে ভারত-বাংলাদেশের সম্পর্ক অনেক গভীর।


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলা ভবনে সোমবার রাতে ভারত-বাংলাদেশ আর্ট ক্যাম্পের পুরষ্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।


তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চেষ্টায় দুদেশের সম্পর্কের এখন সোনালী অধ্যায়। দুই দেশের তরুণদের বন্ধন দৃঢ় করতে চাই আমরা।


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসতে পেরে অনেক আনন্দিত বলেও জানান তিনি।


অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ছিলেন, শিল্পী রফিকুন্নবী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম, ট্রেজারার অধ্যাপক মঞ্জুরুল ইসলাম, অধ্যাপক আব্দুল মান্নান প্রমুখ।


বিবার্তা/শরিফুল/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com