শিরোনাম
দুই দিনের সফরে মালয়েশিয়ায় শিক্ষামন্ত্রী
প্রকাশ : ১৬ নভেম্বর ২০১৬, ১০:৫২
দুই দিনের সফরে মালয়েশিয়ায় শিক্ষামন্ত্রী
মালয়েশিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দুই দিনের ঝটিকা সফরে মালয়েশিয়ায় অবস্থান করছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

 

মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় মালয়েশিয়া এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এসময় তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশনের হাইকমিশনার মো. শহীদুল ইসলাম, ডেপুটি হাইকমিশনার ফয়সাল আহমেদসহ বেশ কয়েকজন কর্মকর্তা।

 

ফুল দিয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে শুভেচ্ছা জানান মালয়েশিয়া আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মালয়েশিয়া আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির সভাপতি মকবুল হোসেন মুকুল, সাধারণ সম্পাদক ওহিদুর রহমান ওহিদ, রাশেদ বাদল, মুক্তিযোদ্ধা শওকত হোসেন পান্না, জসিম চৌধুরী, মাহতাব খন্দকার, মনিরুজ্জামান মনির, মনির হোসেন, শফিক চৌধুরী, কবি আলমগীর, শাখাওয়াত হক জোসেফ, সাইফুল ইসলাম সিরাজ, মালয়েশিয়া যুবলীগের যুগ্ন-আহ্বায়ক মানসুর আল বাশার সোহেল, বাবলা মজুমদার বাবু, সৈকত চৌধুরী, ব্রাউন সোহেল, রায়হান রাজু ও মাহমুদ।

 

ফুল দিয়ে মাননীয় মন্ত্রীকে শুভেচ্ছা জানান মালয়েশিয়া শ্রমিক লীগের সভাপতি নাজমুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক এস এম আবুল হোসেন, সহ-সভাপতি শাহ আলম হাওলাদার, রাজীব আহমেদ, স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি জালাল উদ্দিন সেলিম, সুমন, হারুন অর রশিদ, জেমস ছাত্রলীগের মালয়েশিয়া শাখার যুগ্ন-আহ্বায়ক রাসেল শিকদার, শাহীন পাটোয়ারি, শরিফুল ইসলাম, বিএসইউএম এর রবিউল ইসলাম ও জিয়াউর রহমানসহ অনেকে।

 

মাননীয় মন্ত্রী উপস্থিত নেতাকর্মীদের সাথে কুশল বিনিময় করেন এবং প্রবাসে থেকেও জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে কাজ করে যাওয়ায় সবাইকে ধন্যবাদ জানান।

 

একই সঙ্গে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, মালয়েশিয়ায় আপনাদের বেশ কিছু সমস্যা আছে সেটা আমরা জানি। বর্তমান সরকার আপনাদের সকল সমস্যা সমাধানে জোর তৎপরতা চালিয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন মন্ত্রী।

 

সংক্ষিপ্ত সফর শেষে বুধবার দেশে ফেরার কথা রয়েছে শিক্ষামন্ত্রীর।

 

বিবার্তা/আরিফুজ্জামান/নিশি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com