শিরোনাম
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাচ্ছেন ১২ গুণী
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০১৮, ১৮:৪০
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাচ্ছেন ১২ গুণী
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

২০১৭ সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ঘোষণা করা হয়েছে। এবার মর্যাদাপূর্ণ এ পুরস্কার পেতে যাচ্ছেন ১২ গুণীজন।


শনিবার বিকালে বাংলা একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এই পুরস্কারের ঘোষণা দেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান।


আগামী ১ ফেব্রুয়ারি অমর একুশে গ্রন্থমেলার উদ্বোধনী দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ পুরস্কার বিতরণ করবেন।


এবার কবিতায় বাংলা একাডেমি সাহিত্য ‍পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন কবি মোহাম্মদ সাদিক ও কবি মারুফুল ইসলাম।


কথাসাহিত্যে পুরস্কার পাচ্ছেন রাজশাহীর মামুন হোসাইন।


প্রবন্ধে পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা সাহিত্যের অধ্যাপক মাহবুবুল হক এবং গবেষণায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক অধ্যাপক রফিকউল্লাহ্ খান।


অনুবাদে আমিনুল ইসলাম ভুঁইয়া, মুক্তিযুদ্ধভিত্তিক সাহিত্যে কামরুল ইসলাম ভুঁইয়া ও সুরমা জাহিদ পাচ্ছেন এ পুরস্কার।


আত্মজীবনী/স্মৃতিকথা/ভ্রমণকাহিনী শাখায় শাকুর মজিদ, নাটকে মলয় ভৌমিক, বৈজ্ঞানিক কল্পকাহিনীতে (সায়েন্স ফিকশন) মোশতাক আহমেদ এবং শিশুসাহিত্যে ‍ঝর্ণা দাশ পুরকায়স্থ পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছেন।


বিবার্তা/হুমায়ুন/মৌসুমী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com