শিরোনাম
চাঁপাইয়ে স্ত্রী হত্যা: স্বামীর যাবজ্জীবন
প্রকাশ : ১৪ নভেম্বর ২০১৬, ১৪:৫৮
চাঁপাইয়ে স্ত্রী হত্যা: স্বামীর যাবজ্জীবন
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চাঁপাইনবাবগঞ্জে স্ত্রী লিমা খাতুনকে যৌতুকের দাবিতে শ্বাসরোধে হত্যার দায়ে অভিযুক্ত স্বামী জাহাঙ্গীর আলমকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এসময় আসামিকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই বছর কারাদণ্ডে দণ্ডিত করেছেন।


চাঁপাইনবাবগঞ্জে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-১ এর বিচারক মো. এনামুল বারী সোমবার দুপুর দেড়টায় এই রায় ঘোষণা করেন। অভিযুক্ত জাহাঙ্গীর আলম (২৭) চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নয়াগোলা মোমিনপাড়ার আলম মিয়ার ছেলে।


মামলার এজাহার ও আদালত সূত্র এবং সরকারি কৌসুলী জবদুল হক জানান, ২০১২ সালের ৩০ আগস্ট নিজ বাড়িতে যৌতুকের দাবিতে শ্বাসরোধ করে হত্যা করা হয় গৃহবধূ লিমাকে।


এ ঘটনায় নিহতের মা জোসনা বেগম বাদী হয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় ২০১২ সালের ১২ সেপ্টেম্বর নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১১(ক) ধারায় (যৌতুকের দায়ে শারীরিক নির্যাতন করে হত্যা) মামলা করেন। শুনানি শেষে বিজ্ঞ আদালত সোমবার স্বামী জাহাঙ্গীরকে দোষী সাব্যস্ত করেন।


বিবার্তা/জাকির/জেমি/জিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com