শিরোনাম
পদ্মা সেতুর ৫৬ শতাংশ কাজ সম্পন্ন : সেতুমন্ত্রী
প্রকাশ : ২০ জানুয়ারি ২০১৮, ২১:১৫
পদ্মা সেতুর ৫৬ শতাংশ কাজ সম্পন্ন : সেতুমন্ত্রী
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পদ্মা সেতুর ৫৬ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। স্বপ্নের সীমানা পেরিয়ে এটি এখন দৃশ্যমান বাস্তবতা।


শনিবার দুপুরে জেলার লৌহজং উপজেলার মাওয়া এলাকায় পদ্মা সেতুর কনস্ট্রাকশন ইয়ার্ডে পদ্মা সেতুর কাজের অগ্রগতি পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান সেতুমন্ত্রী।


সঠিক সময়েই পদ্মা সেতুর উদ্বোধন করা হবে জানিয়ে মন্ত্রী বলেন, সার্বিক কাজের অগ্রগতি হয়েছে ৫১ দশমিক ৫ শতাংশ। সরকারের অগ্রাধিকারে নাম্বার ওয়ান প্রকল্প এটি, একটা মেগা প্রজেক্ট।


তিনি আরো বলেন, পদ্মার তলদেশের কন্ডিশন পরিমাপ করা খুবই চ্যালিঞ্জিং ব্যাপার। তাই চুলচেরা বিশ্লেষণ করে কোয়ালিটি সঠিক রেখে পদ্মা সেতুর কাজ এগিয়ে যাচ্ছে। পদ্মা সেতুর প্রথম স্প্যান বসানো হয়ে গেছে আগেই। দ্বিতীয় স্প্যানটিও বসানো হবে আগামী চার-পাঁচ দিনের মধ্যে। ওদিকে চীনের ১৬টি স্প্যান শিপমেন্টের জন্য প্রস্তুত।


এ পর্যন্ত পদ্মা সেতুর মাওয়া প্রান্তে ২৪০টি পাইলের মধ্যে ৯৩ পাইলের কাজ সম্পূর্ণ হয়েছে। আরো ১১টি পাইলের কাজ আংশিক হয়েছে। তাছাড়া মাওয়া কনস্ট্রাকশন ইয়ার্ডে আরো ১০টি স্প্যানের ফ্রেব্রিকেশনের কাজ চলছে। সব মিলিয়ে পুরোদমে এগিয়ে চলছে স্বপ্নের পদ্মা সেতুর কাজ।


বিবার্তা/শাহনেওয়াজ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com