শিরোনাম
ইজতেমা ময়দানের সংবাদ সম্মেলন স্থগিত
প্রকাশ : ২০ জানুয়ারি ২০১৮, ১৬:৩৯
ইজতেমা ময়দানের সংবাদ সম্মেলন স্থগিত
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে তাবলীগের চলমান পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে। মাওলানা সাদ কান্ধলভির প্রস্থানসহ তাবলীগের চলমান পরিস্থিতি নিয়ে এ সংবাদ সম্মেলন ডাকা হয়েছিলো।


শনিবার দুপুর ১ টার দিকে বিদেশি মেহমানদের তাবুতে বিষয়টি নিয়ে কথা বলা হবে বলে সাংবাদিকদের জানান বিশ্ব ইজতেমার ‘মুরুব্বি’ প্রকৌশলী মো. মাহফুজ। মুফতি নজরুল ইসলাম কথা বলবেন বলেও তখন জানানো হয়েছিল। তবে সংবাদ কর্মীরা সেখানে যাওয়ার পর বেলা সাড়ে ১২টার দিকে সেই সংবাদ সম্মেলন স্থগিত করার কথা জানায় আয়োজক কমিটি।


এবারের বিশ্ব ইজতেমায় মাওলানা সাদের বিরোধীরা তার ঢাকা আগমনের সময় বিমানবন্দরের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। ইজতেমায় যোগ না দিয়ে পরে নিজ দেশ ভারতে ফেরত যান সাদ কান্ধলভি।


বাংলাদেশে মাওলানা সাদের অনুসারী কম না। আর তার ইজতেমায় অংশ নিতে বাধা দেওয়ায় বিদেশি অনুসারীদের অনেকেই ময়দান ছেড়ে চলে যান বলে গণমাধ্যমে সংবাদ এসেছে।


ইজতেমার দ্বিতীয় পর্বে আরো ২ মুসল্লির মৃত্যু


বিবার্তা/শারমিন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com