শিরোনাম
রসিক মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহণ
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০১৮, ১৩:২৫
রসিক মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহণ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রংপুর সিটি কর্পোরেশনের (রসিক) নবনির্বাচিত মেয়র মোস্তাফিজুর রহমান বৃহস্পতিবার শপথ গ্রহণ করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে তার তেজগাঁওস্থ কার্যালয়ে শপথ বাক্য পাঠ করান।


এলজিআরডি এবং সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, প্রধানমন্ত্রীর বিশেষ দূত এবং জাতীয় পার্টি চেয়ারম্যান এইচ এম এরশাদ এবং এলজিআরডি এবং সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


এলজিআরডি এবং সমবায় মন্ত্রণালয়ের সচিব আব্দুল মালেক শপথ গ্রহণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। পরে নবনির্বাচিত ৩৩ জন ওয়ার্ড কাউন্সিলর এবং ১১ জন সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলররাও অনুষ্ঠানে শপথ গ্রহণ করেন। এলজিআরডি এবং সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন তাদেরকে শপথ বাক্য পাঠ করেন।


প্রধানমন্ত্রী অনুষ্ঠানে নবনির্বাচিত মেয়র এবং কাউন্সিলরদের স্থানীয় জনগণকে তাদের কাঙ্খিত সেবা প্রদানের আহবান জানান।


শেখ হাসিনা বলেন, তার সরকার কেবল রংপুরকে সিটি কর্পোরেশন ঘোষণা করে নাই, একে বিভাগ হিসেবে ঘোষণা করেছে এবং রংপুরের সার্বিক উন্নয়নে ব্যাপক পরিকল্পনা বাস্তবায়ন করছে।


তিনি এ সময় মঙ্গার প্রসঙ্গ উল্লেখ করে বলেন, এ অঞ্চলে একদা মঙ্গা জনগণের দুঃখের কারণ থাকলেও বর্তমান সরকার এই মঙ্গাকে দূর করতে সক্ষম হয়েছে। তাই দরিদ্র জনগণ লঙ্গরখানায় যাচ্ছে, ভবিষ্যতে এই দৃশ্য আর দেখতে হবে না।


বিবার্তা/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com