শিরোনাম
"সরকারি চাকরিতে শূন্য পদ ৩ লাখ ৫৯ হাজার ২৬১"
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০১৮, ১৯:৫৬
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

জাতীয় সংসদের শীতকালীন অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে শূন্য পদের সংখ্যা ৩ লাখ ৫৯ হাজার ২৬১টি। মঙ্গলবার অধিবেশনের বৈঠকে সরকার দলীয় সংসদ সদস্য সুকুমার রঞ্জন ঘোষের (মুন্সিগঞ্জ-১) এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য দেন।


এদিন ওই প্রশ্নোত্তর পর্ব থেকে আরো জানা যায়, মন্ত্রণালয় ও আওতাধীন দপ্তরসমূহের মধ্যে প্রথম শ্রেণীর শূন্য পদ রয়েছে ৪৮ হাজার ২৪৬টি, দ্বিতীয় শ্রেণীর শূন্য পদ ৫৪ হাজার ২৯৪টি, তৃতীয় শ্রেণীর শূন্য পদ ১ লাখ ৮২ হাজার ৭৩৭টি এবং চতুর্থ শ্রেণীর শূন্য পদের সংখ্যা ৭৩ হাজার ৯৮৪টি।


এসময় মন্ত্রী বলেন, সরকারি অফিসসমূহে শূন্য পদে লোক নিয়োগ একটি চলমান প্রক্রিয়া। এছাড়া শূন্য পদ পূরণে ইতোমধ্যে সকল মন্ত্রণালয় ও বিভাগে অনুরোধ জানিয়ে পত্র প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।


বিবার্তা/শাহনেওয়াজ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com