শিরোনাম
ওআইসির সহকারী মহাসচিব নির্বাচনে লড়বে বাংলাদেশ
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০১৮, ১৫:৪১
ওআইসির সহকারী মহাসচিব নির্বাচনে লড়বে বাংলাদেশ
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) সহকারী মহাসচিব পদে প্রার্থিতা ঘোষণা করেছে বাংলাদেশ। আগামী মে মাসে ঢাকায় অনুষ্ঠেয় ওআইসি পররাষ্ট্র মন্ত্রীদের ৪৫তম সম্মেলনকে সামনে রেখে এ ঘোষণা দেয়া হয়। বাংলাদেশের প্রার্থী হিসাবে মনোনয়ন পেয়েছেন পররাষ্ট্রসচিব কামরুল আহসান।


৫৭টি মুসলিম রাষ্ট্রের জোট ওআইসিতে সহকারী মহাসচিব পদ রয়েছে পাঁচটি। ওতে মহাসচিবের পর এটিই দ্বিতীয় সর্বোচ্চ কর্মকর্তার পদ। সংস্থাটির অর্গানোগ্রাম অনুযায়ী দ্বিতীয় সারিতে হলেও পদটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার এ পদে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী কাজাখস্তান।


উল্লেখ্য, ১৯৮৩ সালের পর এবারই প্রথম বাংলাদেশ ওআইসি পররাষ্ট্র মন্ত্রীদের সম্মেলন (সিএফএম) আয়োজনের দায়িত্ব পেয়েছে। সেই বিবেচনায় এবারের পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ের সম্মেলনের (সিএফএম) আয়োজক দেশ হিসাবেও সহকারী মহাসচিব পদে নির্বাচনে বাংলাদেশ বাড়তি সুবিধা পেতে পারে বলে আশা করা হচ্ছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, ওআইসির অনেক সদস্যের ইতিবাচক ইঙ্গিতও ইতিমধ্যে পেয়েছে বাংলাদেশ।


বিবার্তা/হুমায়ুন/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com