শিরোনাম
প্রেসক্লাবের সদস্য পদ বঞ্চিত সাংবাদিকদের সমাবেশ
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০১৭, ১৩:০২
প্রেসক্লাবের সদস্য পদ বঞ্চিত সাংবাদিকদের সমাবেশ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

জাতীয় প্রেসক্লাবের সদস্য পদের দাবিতে বুধবার দুপুরে প্রেসক্লাবে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয় প্রেসক্লাব সদস্যপদ বঞ্চিত ফোরাম।


সমাবেশে একাত্মতা পোষণ করে বক্তব্য রাখেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাবান মাহমুদ এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব ওমর ফারুক।


শাবান মাহমুদ তার বক্তব্যে সাংবাদিকদের এ আন্দোলন যৌক্তিক উল্লেখ করে বলেন, সকল পেশাজীবী সাংবাদিকদের প্রেসক্লাবে অন্তভুর্ক্ত করতে হবে।


তিনি বলেন, পূর্বেও দীর্ঘদিন পেশাজীবী সাংবাদিকদের এ সদস্য পদ বঞ্চিত করা হয়েছিলো। আমরা আন্দোলন করে ৬০০ সদস্যের মেম্বারশীপ নিশ্চিত করেছি। এবারও আমরা শান্তিপূর্ন আন্দোলন করে আমাদের ন্যায্য দাবি পূরণ করবো।


তিনি বলেন, অনেক পেশাগত সাংবাদিক দুই যুগ এ পেশায় নিয়োজিত থাকলেও তাদের সদস্যপদ দেয়া হচ্ছে না। প্রেসক্লাব সৃষ্টি হয়েছে সাংবাদিকদের জন্য। অথচ প্রকৃত সাংবাদিকরা যদি সদস্যপদ না পায়, তাহলে বঞ্চিত সাংবাদিকদের আন্দোলনে যাওয়া ছাড়া আর কোনো বিকল্প পথ থাকবে না।


সিনিয়র সাংবাদিক আমান উদ-দৌলার সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন জাতীয় প্রেসক্লাব সদস্যপদ বঞ্চিত সাংবাদিক ফোরামের আহ্বায়ক সিনিয়র সাংবাদিক মান্নান মারুফ, যুগ্ম আহবায়ক জয়ন্ত আচার্য, তারেক সালমান, সমিরন রায়, ওসমান গণি বাবুল, রাশেদুল হক, বাদল নুর, মিজান রহমান, উমর ফারুক, শফিকুল ইসলাম প্রমুখ।


বিবার্তা/বিপ্লব/ইমদাদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com