শিরোনাম
বারী সিদ্দিকীর প্রথম জানাজা ঢাকা বিশ্ববিদ্যালয়ে
প্রকাশ : ২৪ নভেম্বর ২০১৭, ০৮:৩৭
বারী সিদ্দিকীর প্রথম জানাজা ঢাকা বিশ্ববিদ্যালয়ে
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

উপমহাদেশের প্রখ্যাত সুরকার, গীতিকার, বংশীবাদক ও সঙ্গীতশিল্পী বারী সিদ্দিকীর প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এরপর বাংলাদেশ টেলিভিশনে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।


বারী সিদ্দিকীর ছেলে সাব্বির সিদ্দিকী সংবাদ মাধ্যমকে জানাজার সময় জানিয়ে বলেন, বাবার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদ প্রাঙ্গণে, তারপর বিটিভিতে সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হবে দ্বিতীয় জানাজা।


বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। উপমহাদেশের প্রখ্যাত সুরকার, গীতিকার, বংশীবাদক ও সঙ্গীতশিল্পী হিসেবে তার বিশেষ পরিচিত ছিলো।


এই নন্দিত কণ্ঠশিল্পীর ছেলে সাব্বির সিদ্দিকী তার মৃত্যুর সংবাদ গণমাধ্যমকে জানিয়েছেন গেল শুক্রবার রাতে হঠাৎ করেই হৃদরোগে আক্রান্ত হয়ে অচেতন হয়ে পড়ায় রাজধানীর স্কয়ার হাসপাতালের স্কয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছিল তাকে। সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।


বিবার্তা/ইমদাদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com