শিরোনাম
হাতিরঝিলে অপেরা হাউজ নির্মাণের প্রকল্প
প্রকাশ : ২৪ নভেম্বর ২০১৭, ০৩:১৫
হাতিরঝিলে অপেরা হাউজ নির্মাণের প্রকল্প
বিবাতা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, হাতিরঝিল এলাকায় অপেরা হাউজ নির্মাণের প্রকল্প চূড়ান্ত পর্যায়ে রয়েছে।


তিনি বৃহস্পতিবার সংসদে সরকারি দলের সদস্য এ কে এম রহমতুল্লাহ্’র এক প্রশ্নের জবাবে এ কথা জানান।


মন্ত্রী বলেন, রমনা পার্ক ও সোহরাওয়ার্দী উদ্যানকে কেন্দ্র করে একটি সংস্কৃতি বলয় তৈরি করার পরিকল্পনা আপাতত সরকারের নেই। রমনা পার্ক এলাকায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির মূল ভবন রয়েছে। এখানে জাতীয় সঙ্গীত ও নৃত্যকলা, নাট্যকলা ও চিত্রশালা রয়েছে। আন্তর্জাতিক বিভিন্ন অনুষ্ঠানসহ দেশীয় অনুষ্ঠানের আয়োজন এখানে করা হয়।


সরকারি দলের সদস্য গোলাম দস্তগীর গাজীর অপর এক তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে আসাদুজ্জামান নূর বলেন, দেশের প্রতিটি উপজেলায় গ্রন্থাগার ও শিল্পকলা একাডেমির সমন্বয়ে ‘উপজেলা সাংস্কৃতিক কেন্দ্র’ নির্মাণের লক্ষ্যে প্রকল্প প্রণয়নের কাজ চলছে। প্রকল্পটি অনুমোদিত হলে প্রতিটি উপজেলায় মুক্তমঞ্চসহ সংস্কৃতি কেন্দ্র নির্মাণ করা হবে।


বিবার্তা/আমিরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com