শিরোনাম
‘বিনিয়োগকারীদের ঝোঁক এখন বাংলাদেশে’
প্রকাশ : ১৭ নভেম্বর ২০১৭, ০৩:০৮
‘বিনিয়োগকারীদের ঝোঁক এখন বাংলাদেশে’
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বিদেশী বিনিয়োগ প্রসঙ্গে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, দেশে সৃষ্ট বিনিয়োগের পরিবেশের কারণে বিদ্যুৎখাতে ৮ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জার্মানি।


তিনি বলেন, নগরীর ঝিলিমিলি প্রকল্পেও মালয়েশিয়া-অস্ট্রিয়া ১ দশমিক ২ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে। নতুন নতুন বিনিয়োগকারীদের ঝোঁক এখন বাংলাদেশে।


পরিকল্পনা মন্ত্রী বৃহস্পতিবার শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে মিট দ্য প্রেসে এসব তথ্য জানান।


মন্ত্রী বলেন, চাকরির জন্য আর শহরে আসতে হবে না, গ্রামেই মিলবে চাকরি। সরকার গ্রামগুলোকে সেইভাবেই ঢেলে সাজানোর পরিকল্পনা হাতে নিয়েছে। বর্তমানে চলমান ১৪০০ প্রকল্প বাস্তবায়িত হলে গ্রাম আর গ্রাম থাকবে না। ১০০টি বিশেষ ইকোনমিক জোনও গ্রামেই হবে। ফলে এখানেই হাজার হাজার বেকারের কর্মসংস্থান হবে।’


মন্ত্রী আরো বলেন, বাংলাদেশে ৩০ মিলিয়ন মধ্যবিত্ত শ্রেণি রয়েছে। মিডিল ইনকাম গ্রুপের সংখ্যা বাড়াতে কাজ করছে সরকার। বাংলাদেশ এখন এশিয়ান টাইগার। বর্তমানে দেশে মাথাপিছু আয় ১ হাজার ৬১০ ডলার।


পরিকল্পনা বিভাগের সচিব জিয়াউল ইসলাম, বিবিএস সচিব কে এম মোজাম্মেল হক, পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) জুয়েনা আজিজ ও আইএমইডি সচিব মফিজুল ইসলাম এসময় উপস্থিত ছিলেন।


বিবার্তা/আমিরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com