শিরোনাম
হোল্ডিং ট্যাক্স বাড়িয়ে জণগণকে ক্ষেপিয়ে তোলা হচ্ছে : বাবলা
প্রকাশ : ১৬ নভেম্বর ২০১৭, ১৯:৫৯
হোল্ডিং ট্যাক্স বাড়িয়ে জণগণকে ক্ষেপিয়ে তোলা হচ্ছে : বাবলা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ঢাকা-৪ আসনের জাতীয় পার্টির সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনের আগে ঢাকার দুই সিটি কর্পোরেশন হঠাৎ করে হোল্ডিং ট্যাক্স বাড়িয়ে জণগণকে সরকারের বিরুদ্ধে ক্ষেপিয়ে তুলেছে। সিটি কর্পোরেশনের এই হোল্ডিং ট্যাক্স
বাড়ানোর কারণে ঢাকার মানুষ আজ সরকারের ওপর অসন্তুষ্ট।


তিনি বলেন, সরকারকে বেকায়দায় ফেলে বিশেষ একটি গোষ্ঠীকে খুশি করার জন্য সিটি কর্পোরেশন এই কাজটি করেছে। অবিলম্বে এই হোল্ডিং ট্যাক্স বাড়ানোর সিদ্ধান্ত থেকে সিটি কর্পোরেশন সরে না আসলে আগামী জাতীয় নির্বাচনে ভয়াবহ নেতিবাচক প্রভাব পড়বে। এমপি হিসেবে আমরাও আর ভোট চাইতে জণগণের কাছে যেতে পারবো না।


বৃহস্পতিবার জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে বাবলা এই সব কথা বলেন।


এই সময় বাবলা বলেন, এই সরকার জণবান্ধব সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জণগণের কল্যানে কাজ করে যাচ্ছেন। অথচ কয়েটি সরকারি প্রতিষ্ঠানের গণবিরোধী সিদ্বান্তের কারণে সরকারের অর্জন ম্লান হয়ে যাচ্ছে। কারো সঙ্গে কোনো ধরনের আলাপ-আলোচনা ছাড়া ঢাকার দুই সিটি কর্পোরেশন হঠাৎ করে হোল্ডিং ট্যাক্স বাড়ানোয় এলাকাবাসীর নানা প্রশ্নের মুখে পড়তে হচ্ছে। তারা আমাদের নিয়ে নানা রকম নেতিবাচক কথা বলছে।


বিবার্তা/বিপ্লব/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com