শিরোনাম
টানা বর্ষণ শেষে স্বাভাবিক হচ্ছে জনজীবন
প্রকাশ : ২২ অক্টোবর ২০১৭, ১৬:০১
টানা বর্ষণ শেষে স্বাভাবিক হচ্ছে জনজীবন
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বঙ্গোবসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গত দুইদিন টানা বর্ষণ হয়েছে। ফলে চরম দুর্ভোগে পড়ে জনজীবন। কিন্তু রবিবার সকালে ঝলমলে আকাশ আর সূর্যের হাসির দেখা মিলেছে। কমতে শুরু করেছে রাজধানীর বিভিন্ন এলাকার জলাবদ্ধতা।


বৃহস্পতিবার থেকেই থেমে থেমে বৃষ্টি শুরু হয়। শুক্রবার ভোর থেকে শুরু হয় টানা বর্ষণ। হেমন্তের এমন বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়ক ডুবে যায়। ভোগান্তিতে পড়ে স্কুল-কলেজগামী ছাত্রছাত্রীরা, অফিসগামী লোকসহ সাধারণ জনতা।


তবে শনিবার রাত থেকে বৃষ্টি কমে যাওয়ায় জমে থাকা পানি নেমে গেছে। স্বাভাবিক অবস্থায় ফিরছে ডুবে যাওয়া সড়কগুলো।


রাজধানীর ধানমন্ডি, ফার্মগেট, কলাবাগান, আসাদ গেট, শ্যামলী, এলিফ্যান্ট রোড, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, জলাবদ্ধতার কারণে এসব এলাকার বিভিন্ন সড়ক গতকাল ভ্যানগাড়ি দিয়ে পাড় হলেও আজ (রবিবার) পানি নেমে যাওয়ায় তা স্বাভাবিক হয়ে ওঠেছে। অন্যদিনের মতো পায়ে হেটে কিংবা রিকশা, মোটরসাইকেল ও প্রাইভেটকারে যাতায়াত করছেন। বাস স্টপগুলোতেও মানুষের ভিড় রয়েছে।


আজিমপুর এলাকার বাসিন্দা ব্যবসায়ী আতাউর রহমান জানান, শনিবার তিনবার চেষ্টা করেও গাড়ি নিয়ে বের হতে পারেননি। নিউমার্কেটের সামনে বৃষ্টির পানি এতটাই বেশি জমেছিল যে, চোখের সামনে কয়েকটি গাড়ির ইঞ্জিন বন্ধ হয়ে পড়ে থাকতে দেখেছি। এখন ওই স্থানে পানির ছিটেফোঁটাও নেই।


ধানমণ্ডির বাসিন্দা সাইফুদ্দিন আহমেদ জানান, গতকাল সেখানকার অধিকাংশ রাস্তা নৌকা চলার মতো অবস্থা হয়েছিল। কিন্তু আজ পানি নেমে গেছে। তবে এখনও কিছু স্থানে পানি জমে আছে।


রাজধানীর অন্যান্য এলাকাতেও গত কয়েক দিনের দুর্ভোগ কেটে স্বাভাবিক হয়ে উঠেছে জনজীবন। তবে খানাখন্দে ভরা বিভিন্ন সড়কে যানজটের সৃষ্টি হয়েছে।


রবিবার সকালেও আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও আবহাওয়া অফিস জানিয়েছে আগামী ২-৪ দিনের মধ্যে বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই। গত ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকায় ৮৬ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সর্বোচ্চ বৃষ্টি হয়েছে ফেনীতে, ২৭২ মিলিমিটার। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি ক্রমশ দুর্বল হয়ে সিলেট বিভাগ দিয়ে অতিক্রম করছে।


বিবার্তা/সোহাগ/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com