শিরোনাম
সুষমা স্বরাজ ঢাকায় আসছেন দুপুরে
প্রকাশ : ২২ অক্টোবর ২০১৭, ০৯:৫০
সুষমা স্বরাজ ঢাকায় আসছেন দুপুরে
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ দু’দিনের সফরে আজ রবিবার (২২ অক্টোবর) বিকালে ঢাকা আসছেন। সফরকালে রোহিঙ্গাসহ দ্বিপক্ষীয় বিভিন্ন ইস্যুতে তিনি আলোচনা করবেন।


শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় রবিবার বিকাল সাড়ে ৪টায় দু’দেশের প্রতিনিধি দলের মধ্যে ইন্ডিয়া জয়েন্ট কনসালটেটিভ কমিশন (জেসিসি) বৈঠক অনুষ্ঠিত হবে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী এই বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন।


প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে রবিবার সন্ধ্যায় ৬টায় ভারতের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক করার কথা রয়েছে।


ঢাকা সফরে এসে বিএনপি নেত্রী খালেদা জিয়ার সঙ্গেও সাক্ষাৎ করবেন সুষমা স্বরাজ। বিএনপি নেতারা জানিয়েছেন, সোমবার (২৩ অক্টোবর) ঢাকা ত্যাগের আগে ‘সুবিধাজনক স্থানে’ এই গুরুত্বপূর্ণ দুই নেতার বৈঠকটি অনুষ্ঠিত হবে।


বিএনপির সূত্রগুলো জানায়, কংগ্রেসের পর ২০১৪ সালের মে মাসে বিজেপি সরকার গঠন করলে বিএনপির প্রত্যাশা তৈরি হয়। যদিও কংগ্রেসের প্রভাবশালী নেতা প্রণব মুখার্জী রাষ্ট্রপতি থাকায় বিএনপির প্রত্যাশা বাস্তবে রূপ নেয়নি। পরবর্তীতে এ বছরের জুলাইয়ে বিজেপির দলিত মোর্চা’র সাবেক প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ নতুন রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ার পর প্রত্যাশায় নতুন পালক যুক্ত হয় বিএনপিতে।

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com