শিরোনাম
রাজধানীতে বিদ্যুতায়িত পানি, নিহত ১
প্রকাশ : ২১ অক্টোবর ২০১৭, ১৮:৪৬
রাজধানীতে বিদ্যুতায়িত পানি, নিহত ১
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানীর খিলগাঁও এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আতিকুর রহমান (১৩) নামে এক কিশোর নিহত হয়েছে। বৃষ্টির পানি বিদ্যুতায়িত হয়ে এ দুর্ঘটনা ঘটে।


শনিবার দুপুরে মাদ্রাসা থেকে বাসায় ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। নিহত আতিক জামালপুরের বাসিন্দা আইয়ুব আলীর ছেলে। সে খিলগাঁও মেরাদিয়া নয়াপাড়া এলাকায় একটি বাসায় বসবাস করত এবং স্থানীয় একটি মাদরাসার ছাত্র।


জানা গেছে, দুই দিনের টানা বৃষ্টিতে খিলগাঁও এলাকায় রাস্তায় পানি জমে গেছে। জমে তাকা পানিতে বিদ্যুতের তার পড়ে যায়। আজ দুপুরে নিহত আতিকুর রহমান আজ মাদরাসা থেকে বাসায় ফেরার পথে বিদ্যুতের তার পড়ে থাকা পানির সংস্পর্শে এলে সে বিদ্যুতায়িত হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।


এদিকে, রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় নজরুল ইসলাম (৫০) আরেক ব্যক্তি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত হয়েছেন বলে জানা গেছে। তবে তিনি বাসায় ফ্রিজ মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাকেও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।


ঘটনাগুলোর সত্যতা নিশ্চিত করেছেন ঢামেক পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া।


তিনি জানান, ময়না তদন্তের জন্য লাশগুলো মর্গে রাখা হয়েছে।


বিবার্তা/খলিল/আমিরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com