শিরোনাম
চিকিৎসার উদ্দেশ্যে লন্ডন গেলেন রাষ্ট্রপতি
প্রকাশ : ২১ অক্টোবর ২০১৭, ১৩:৩৯
চিকিৎসার উদ্দেশ্যে লন্ডন গেলেন রাষ্ট্রপতি
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

স্বাস্থ্য পরীক্ষা এবং চোখের চিকিৎসার উদ্দেশ্যে লন্ডনের রওয়ানা করেছেন রাষ্ট্রপতি এম আবদুল হামিদ। শনিবার সকাল ১১টায় বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে তিনি লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়েন। সেখানে তিনি ৮ দিন অবস্থান করবেন বলে জানা গেছে।


শাহজালাল বিমানবন্দরে রাষ্ট্রপতিকে বিদায় জানান গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন এবং পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী।


জানা যায়, ৭৪ বছর বয়স্ক রাষ্ট্রপতি আবদুল হামিদ দীর্ঘদিন ধরে গ্লুকোমা রোগে ভুগছেন। তিনি জাতীয় সংসদের স্পিকার থাকাকালীন থেকে লন্ডনে তাঁর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করিয়ে আসছেন। একই কারণে গত এপ্রিলেও একই হাসপাতালে তাঁর স্বাস্থ্য পরীক্ষা করান তিনি।


রাষ্ট্রপতির প্রেসসচিব জয়নাল আবেদিন জানান, আবদুল হামিদ মুরফিল্ডস আই হাসপাতাল এবং বুপা ক্রোমওয়েল হাসপাতালে তাঁর স্বাস্থ্য পরীক্ষা করাবেন।


বিবার্তা/ইমদাদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com