শিরোনাম
রাজধানীর অভিজাত এলাকার ৪ প্রতিষ্ঠানকে জরিমানা
প্রকাশ : ১৯ অক্টোবর ২০১৭, ১৮:৩৫
রাজধানীর অভিজাত এলাকার ৪ প্রতিষ্ঠানকে জরিমানা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানীর অভিজাত এলাকা গুলশান ও বনানীর ৪ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। সেখানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করা হয় এমন অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।


বৃহস্পতিবার এ অভিযানে চারটি প্রতিষ্ঠানকে ২ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।



অভিযান পারিচালনা করেন এপিবিএন-৫ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. সাইদুর রহমান রুবেল এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ সাজিদ আনোয়ার ও মাহফুজুল আলম।


অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করে বিক্রয় করায় বডি নাইন হাউজকে ১ লাখ ৫০ হাজার টাকা, স্টিকস এন সুসিকে ৫০ হাজার টাকা, চা টাইমকে ৫০ হাজার টাকা ও বাটলার চকলেট ক্যাফেকে ২০ হাজার টাকা করে মোট ২ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।


বিবার্তা/খলিল/আমিরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com