শিরোনাম
রাত থেকে গ্যাস নেই রামপুরা-বনশ্রীতে
প্রকাশ : ১৬ অক্টোবর ২০১৭, ১৪:২১
রাত থেকে গ্যাস নেই রামপুরা-বনশ্রীতে
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানীর রামপুরা ও বনশ্রীতে গত রাত থেকে গ্যাস নেই। রবিবার রাত থেকেই এ এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। কিন্তু বেলা গড়িয়ে গেলেও এখনও মেলেনি গ্যাসের দেখা।


রামপুরা, বনশ্রী, মহানগর প্রজেক্ট, খিলগাঁওসহ আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকায় বেশ বিপাকে পড়েছেন এসব এলাকার মানুষ।


কিন্তু তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (পেট্রোবাংলার একটি কোম্পানি) ওয়েবসাইটে গিয়ে দেখা যায়, গ্যাস ডাউন হবে এমন কোনো পূ্র্ব ঘোষণা কিংবা নোটিশও নেই।


তবে কর্তৃপক্ষ জানিয়েছে তাদের ত্রুটির কারণেই এমনটি হয়েছে। তিতাসের জরুরি নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, পূর্ব রামপুরায় সংস্কারকাজ চলার সময় গত রোববার তিতাসের গ্যাস লাইনের ৬ ইঞ্চি একটি পাইপ কাটা পড়ে। মেরামতের কাজ চলছে।


বিবার্তা/ইমদাদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com