শিরোনাম
প্রধান বিচারপতির ছুটির ফাইলে রাষ্ট্রপতির সই
প্রকাশ : ১১ অক্টোবর ২০১৭, ২২:৪৬
প্রধান বিচারপতির ছুটির ফাইলে রাষ্ট্রপতির সই
প্রিন্ট অ-অ+

প্রধান বিচারপতি এস কে সিনহার সরকারি আদেশের (জিও) অনুমতিপত্রে সই করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। কিশোরগঞ্জ থেকে ঢাকায় ফিরেই বিকেলে নথিতে সই করেন রাষ্ট্রপতি।


এর আগে আজ দুপুরে নথিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আইনমন্ত্রী আনিসুল হক সই করেন। বুধবার রাত সাড়ে আটটায় এ তথ্য নিশ্চিত করেছেন আইন সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক।


ফলে প্রধান বিচারপতির ছুটিতে যেতে আর কোনও বাধা নেই। জিও ফাইল হাতে ফেলেই তিনি যেকোনও সময়ে অস্ট্রেলিয়া রওয়ানা হতে পারেন। অবশ্য ২ অক্টোবর থেকেই প্রধান বিচারপতি তিনি ছুটিতে আছেন। ১৩ অক্টোবর অস্ট্রেলিয়া রওনা হওয়ার কথা জানিয়ে মঙ্গলবার রাষ্ট্রপতিকে চিঠি দিয়েছিলেন তিনি।


ছুটির আবেদনের পরই অস্ট্রেলিয়া দূতাবাসে ৫ বছরের ভিসা আবেদন করেন তিনি। তবে তারা ৩ বছরের ভিসা মঞ্জুর করে। প্রাথমিকভাবে জানা গেছে, অস্ট্রেলিয়া প্রবাসী মেয়ের বাসাতেই তিনি উঠবেন।


গত অগাস্টে সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায় প্রকাশের পর থেকে আওয়ামী লীগ নেতাদের সমালোচনার মুখে আছেন তিনি।


২০১৫ সালের ১৭ জানুয়ারি প্রধান বিচারপতির দায়িত্ব পাওয়া বিচারপতি এস কে সিনহার চাকরির মেয়াদ রয়েছে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত। একমাসের ছুটি নিয়ে তিনি এখন অস্ট্রেলিয়া যাচ্ছেন বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।



বিবার্তা/হোসাইন/ইমদাদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com