শিরোনাম
রোহিঙ্গা নির্যাতন তদন্তে নাগরিক কমিশন গঠিত
প্রকাশ : ১১ অক্টোবর ২০১৭, ১৪:২৩
রোহিঙ্গা নির্যাতন তদন্তে নাগরিক কমিশন গঠিত
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

অবসরপ্রাপ্ত বিচারপতি শামছুল হুদাকে চেয়ারম্যান করে মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যা ও নির্যাতনের ঘটনা তদন্তে একটি নাগরিক কমিশন গঠন করেছে ঘাতক দালার নির্মূল কমিটি। কমিটির সদস্য সচিব করা হয়েছে অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দীন চৌধুরী মানিককে।


বুধবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই কমিশন গঠনের কথা জানানো হয়। একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির এ কমিশন ঘোষণা করেন।


কমিশন ঘোষণার সময় দেশের বিশিষ্ট নাগরিকরা উপস্থিত ছিলেন। এই কমিশনে শতাধিক বিশিষ্ট নাগরিককে সদস্য করা হয়েছে। এর মধ্যে রয়েছেন বুদ্ধিজীবী, সুশীল সমাজের সদস্য, বিচারপতি, আইনজীবী, শিক্ষক, সাংবাদিক, লেখক ও কয়েকজন আলেম।


এই কমিশন কক্সবাজারে একটি গণশুনানির আয়োজন করবে। তিনটি বিষয় নিয়ে কাজ করবে কমিশন। পরে তৃতীয় কোনো দেশ থেকে আন্তর্জাতিক আদালতে এ হত্যাকাণ্ডের বিচার চাওয়া হবে।


প্রসঙ্গত, মিয়ানমারের রাখাইন রাজ্যে দেশটির সেনাবাহিনীর দ্বারা নির্যাতন ও গণহত্যার শিকার হয়ে কয়েক লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। এখনো রোহিঙ্গা স্রোত অব্যাহত রয়েছে। প্রতিদিনই কয়েক হাজার রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশুরা আসছে।


বিবার্তা/রোকন/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com