শিরোনাম
জঙ্গিদমন দেশে শান্তি আনবে : তথ্যমন্ত্রী
প্রকাশ : ১০ অক্টোবর ২০১৭, ২২:২১
জঙ্গিদমন দেশে শান্তি আনবে : তথ্যমন্ত্রী
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘জঙ্গি ও রাজাকারদের দমন দেশে শান্তি আনবে আর সমাজতন্ত্র সকলের ক্ষুধা নিবারণের ব্যবস্থা করবে।’

মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে জাসদ কার্যালয়ে ‘রুশ বিপ্লবের শতবর্ষ’ শীর্ষক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তৃতায় তথ্যমন্ত্রী একথা বলেন।

তিনি আরো বলেন, ‘মহান মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদের রক্তে লেখা বাংলাদেশের সংবিধানে রাষ্ট্রের মূলনীতি হিসেবে সমাজতন্ত্র গ্রথিত, যার মূললক্ষ্য শোষণহীন সমাজ প্রতিষ্ঠা করা। এ লক্ষ্য অর্জনে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। আর এ কাজে শান্তি বিনষ্টকারী জঙ্গি ও দেশবিরোধী রাজাকারদের কোনো স্থান নেই।’

জাসদ মহানগর আহ্বায়ক মীর হোসাইন আকতারের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি, অধ্যাপক ড. আনোয়ার হোসেন, আব্দুল হাই তালুকদার, অ্যাডভোকেট হাবিবুর রহমান শওকত, নাদের চৌধুরী, নুরুল আখতার, আফরোজা হক রীনা, শফি উদ্দিন মোল্লা, শহীদুল ইসলাম, মোহর আলী চৌধুরী, লোকমান আহমেদ, ওবায়দুর রহমান চুন্নু, শওকত রায়হান, রোকনুজ্জামান রোকন প্রমুখ বক্তব্য রাখেন। সূত্র : বাসস


বিবার্তা/আমিরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com