শিরোনাম
মুক্তামনির ফের অস্ত্রোপচার, চামড়া প্রতিস্থাপন
প্রকাশ : ১০ অক্টোবর ২০১৭, ১৪:০৫
মুক্তামনির ফের অস্ত্রোপচার, চামড়া প্রতিস্থাপন
ফাইল ফটো
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন শিশু মুক্তামনির আরেক দফা অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সকালে শুরু হওয়া অস্ত্রপচার বেলা ১২টার দিকে শেষ হয়।


এ সময় মুক্তামনির পা থেকে চামরা প্রতিস্থাপনের কাজ প্রথমিকভাবে সম্পন্ন হয়েছে। প্রথম দফায় ৫০ শতাংশ চামড়া প্রতিস্থাপন করা হয়েছে বলে জানিয়েছেন ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটের সমন্বয়কারী ও মুক্তামনির চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য ডা. সামন্ত লাল সেন।


তিনি জানান, সকাল সাড়ে ৯টার দিকে অস্ত্রোপচার শুরু হয়। শেষ হয়েছে ১২টার দিকে।


মুক্তমনি ভালো আছে জানিয়ে সামন্ত লাল সেন বলেন, তার হাতে ৫০ শতাংশ নতুন চামড়া লাগানো হয়েছে।


এর আগে আট অক্টোবর মুক্তামনির আরেক দফা অস্ত্রোপচার হয়েছিল। সেই সময় নতুন চামড়া লাগানোর জন্য মুক্তামনির হাতটি উপযুক্ত করা হয়েছিল।


এরও আগে গত ৫ সেপ্টেম্বর মুক্তামনির অস্ত্রোপচার করা হয়। এর আগে গত ২৯ আগস্ট বার্ন ইউনিটে তার অস্ত্রোপচার শুরু হয়। ২০ শতাংশের মতো শেষ হওয়ার পর জ্বর আসায় অস্ত্রোপচার মুলতবি রাখা হয়।


গত ১২ আগস্ট প্রথম দফায় ১১ বছরের শিশু মুক্তামনির ডান হাত অক্ষত রেখেই দু’ঘণ্টার সফল অস্ত্রোপচারের পর ফের অস্ত্রোপচার করা হবে বলে জানিয়েছিলেন ডা. সামন্ত লাল সেন।


ওই সময় তিনি বলেছিলেন, মুক্তামনির হাত থেকে তিন কেজির মতো বাড়তি মাংস অপসারণ করা হয়েছে। টিউমার অপসারণে ফের কয়েকদফা অস্ত্রোপচার করতে হবে।


উল্লেখ্য, গত ২৭ জুলাই ভিডিওতে মুক্তামনিকে ও তার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার প্রতিবেদন দেখেন এবং ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটের চিকিৎসকদের সঙ্গে ভিডিও কনফারেন্সে বোর্ড মিটিং করেন সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের প্লাস্টিক সার্জারি বিভাগের চিকিৎসকরা।


পরে ই-মেইলে সিঙ্গাপুরের হাসপাতালটি জানিয়েছিল যে, রোগটি ভালো হওয়ার নয় ও এটি অস্ত্রোপচার করার মতোও নয়।


এ পর্যবেক্ষণ জানার পর গত ০২ আগস্ট ১৩ সদস্যের মেডিকেল বোর্ডের সভায় ঝুঁকিপূর্ণ হলেও সব ধরনের সতর্কতা অবলম্বন করে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। সে অনুযায়ী গত ৫ আগস্ট সফলভাবে মুক্তামনির অস্ত্রোপচার সম্পন্ন হয়।


বিবার্তা/খলিল/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com