শিরোনাম
১,০৮,৮৩২ জন রোহিঙ্গার বায়োমেট্রিক নিবন্ধন সম্পন্ন
প্রকাশ : ০৯ অক্টোবর ২০১৭, ২৩:০২
১,০৮,৮৩২ জন রোহিঙ্গার বায়োমেট্রিক নিবন্ধন সম্পন্ন
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

বাংলাদেশে আশ্রিত মিয়ানমারের ১ লাখ ৮ হাজার ৮৩২ জন নাগরিকের বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন করা হয়েছে।


সোমবার পর্যন্ত কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ১২টি অস্থায়ী আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেয়া মিয়ানমার নাগরিকদের সরকারি ব্যবস্থাপনায় ৫টি ক্যাম্পের মাধ্যমে বায়োমেট্রিক পদ্ধতিতে এই নিবন্ধন করা হয়। পাসপোর্ট অধিদফতর এ নিবন্ধন কাজ বাস্তবায়ন করছে।


কুতুপালং ক্যাম্পে সোমবার ১ হাজার ৪৯৭ জন পুরুষ, ৬২৬ জন নারী মিলে ২ হাজার ১২৩ জন, নোয়াপাড়া ক্যাম্পে ৮৫৮ জন পুরুষ, ১ হাজার ১৬৫ জন নারী মিলে ২ হাজার ২৩ জন, থাইংখালী ক্যাম্পে ১ হাজার ৪৮৬ জন পুরুষ, ৮৫০ জন নারী মিলে ২ হাজার ৩৩৬ জন, বালুখালী ক্যাম্পে ১ হাজার ২৯২ জন পুরুষ, ৩২৭ জন নারী মিলে ১ হাজার ৬ শত ১৯ জন, লেদা ক্যাম্পে ১ হাজার ২৭৫ জন পুরুষ, ১ হাজার ৯৯ জন নারী মিলে ২ হাজার ৩৭৪ জন এবং পুরোদিনে ৫টি কেন্দ্রে মোট ১০ হাজার ৪৭৫ জনের বায়োমেট্রিক নিবন্ধন করা হয়েছে।


নিবন্ধন কাজ দ্রুত সম্পন্ন করার জন্য প্রচেষ্টা অব্যাহত রয়েছে। সূত্র : বাসস



বিবার্তা/আমিরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com