শিরোনাম
সুক্ষভাবে পুলিশ ক্লিয়ারেন্সের জাল করা হয় : ডিবি
প্রকাশ : ০৫ অক্টোবর ২০১৭, ২০:০৮
সুক্ষভাবে পুলিশ ক্লিয়ারেন্সের জাল করা হয় : ডিবি
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

উন্নত তথ্য প্রযুক্তি ব্যবহার করে অত্যন্ত সুক্ষভাবে পুলিশ ক্লিয়ারেন্সের জাল সার্টিফিকেট তৈরি করা হয় বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মো. আব্দুল বাতেন।


বৃহস্পতিবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এমন তথ্য জানিয়েছেন তিনি।


তিনি জানান, বুধবার রাতে রাজধানীর ফকিরাপুলস্থ কোমর গলির হাসেম আলীল বাড়িতে অভিযান চালিয়ে পাঁচ ব্যক্তিকে আটক করা হয়। আটকরা হলো; আব্দুল বারিক, মোহাম্মদ আলী, সাব্বির হোসেন, শহিদুল হক নিজাম ও মোরশেদ ভূঁইয়া।


আব্দুল বাতেন জানান, আটকদের কাছ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়, বিভিন্ন জেলার পুলিশ সুপার ও বিভিন্ন থানার অফিসার ইনচার্জের সীলসহ মোট ৫৭৭টি নকল সীল, ১ হাজার ৪৫০টি জাল পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, একটি কম্পিউটার এবং একটি প্রিন্টার উদ্ধার করা হয়েছে।


তিনি আরো জানান, আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষ হয়েছে। এ সময় তারা তাদের অপরাধের কথা স্বীকার করেছে। তারা উন্নত তথ্য প্রযুক্তি ব্যবহার করে অত্যন্ত সুক্ষভাবে পুলিশ ক্লিয়ারেন্সের জাল সার্টিফিকেট বিভিন্ন মাধ্যমে ট্রাভেল এজেন্সিতে সরবরাহ করার জন্য তৈরি ও মজুদ করেছে বলেও জানান তিনি।


বিবার্তা/খলিল/আমিরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com