শিরোনাম
খাদিজার আরেক দফা অপারেশন সম্পন্ন
প্রকাশ : ০৭ নভেম্বর ২০১৬, ১৫:১৫
খাদিজার আরেক দফা অপারেশন সম্পন্ন
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

সিলেট সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী খাদিজা আক্তার নার্গিসের আরেক দফা অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে। আজ খাদিজার বাম হাত ও মাথায় আরেক দফা অপারেশ করা হয়েছে। সোমবার বিকাল ৩টার দিকে এ তথ্য নিশ্চিত করেন খাদিজার বাবা মাসুক মিয়া।


তিনি স্কয়ার হাসপাতালের সেবিকা ও চিকিৎসকদের বরাত দিয়ে বলেন, আজ সকাল ৮টা ৪০ মিনিটের সময় খাদিজাকে কেবিন থেকে অপারেশন কক্ষে নেয়া হয়। বেলা আড়াইটার দিকে তাকে সফলভাবে অপারেশন সম্পন্ন করা হয়। বর্তমানে খাদিজাকে আইসিইউতে রাখা হয়েছে বলে জানান মাসুক মিয়া।


তবে মাসুক মিয়া অপারেশনের কথা নিশ্চিত করলেও সোমবার বিকাল ৪টা পর্যন্ত এ বিষয়ে স্কয়ার হাসপাতালের চিকিৎসকদের কোনো মন্তব্য পাওয়া যায়নি।


এদিকে, অপারেশনের বিষয়টি শনিবার রাত ১টার দিকে চীন থেকে বিবার্তাকে জানিয়েছিলেন খাদিজার ভাই শাহিন আহমদ। এছাড়াও রোববার রাতে শাহিন আর ফেসবুক ওয়ালে একটি স্ট্যাটাস নিয়ে বোনের অপারেশন সফল হওয়ার জন্য সকলের কাছে দোয়াও চেয়েছেন।


এর আগে গত ১৭ অক্টোবর খাদিজার ডান হাতের অপারেশন করেছিলেন চিকিৎসকরা। সফল অপারেশনের পর ১৮ অক্টোবর সকালে চিকিৎসকরা তাকে প্রথম প্রোটিন খাওয়ান। এরপর ২০ অক্টোবর খাদিজা তার মাকে ‘আম্মা’ বলে ডাকেন। ‘আম্মা’ ডাকার পর ২২ অক্টোবর তাকে জমজমের পানি পান করানো হয় এবং সেই দিন থেকে তাকে হুইল চেয়ারে বসিয়ে হাসপাতালের ঘুরানো শুরু হয়। এক পর্যায়ে ২৭ অক্টোবর তাকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তিত করা হয়।


প্রসঙ্গত, গত ৩ অক্টোবর সে এমসি কলেজ ক্যাম্পাসে বখাটে বদরুল আলমের চাপাতির আঘাতে গুরুতর আহত হয় খাদিজা। পরে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে থেকে ওই দিন রাতেই তাকে স্কয়ার হাসপাতালে নিয়ে আসা হয়। ৪ অক্টোবর বিকালে স্কয়ার হাসপাতালে তার দ্বিতীয় দফা অস্ত্রোপচার করা হয়। এরপর তাকে রাখা হয় লাইফ সার্পোট। এক পর্যাযে লাইফ সাপোর্ট খুলে দেয়া হয়। এখন পর্যন্ত তিনি লাইফ সাপোর্ট ছাড়াই রয়েছেন।


বিবার্তা/খলিল/যুথি


>>খাদিজার আরেক দফা অপারেশন চলছে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com