শিরোনাম
‘রোহিঙ্গা ইস্যুতে প্রধানমন্ত্রীর প্রস্তাবের পক্ষে সারা বিশ্ব’
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০১৭, ১৪:০৬
‘রোহিঙ্গা ইস্যুতে প্রধানমন্ত্রীর প্রস্তাবের পক্ষে সারা বিশ্ব’
উখিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘে যে পাঁচটি প্রস্তাব তুলেছেন ইতিমধ্যে তার পক্ষে অবস্থান নিয়েছে সারা বিশ্ব। রোহিঙ্গা সমস্যা সমাধানে মিয়ানমার সরকারও নড়েচড়ে বসতে শুরু করেছে। খোলামেলা আলোচনার মাধ্যমে রোহিঙ্গা সমস্যার সমাধান করতে হবে।  

 

সোমবার সকাল ১১টায় উখিয়ার পার্শ্ববর্তী ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্তের জিরো পয়েন্টে অবস্থানরত এক হাজার রোহিঙ্গার মাঝে ত্রাণ বিতরণকালে মন্ত্রী এসব কথা বলেন।

 

ওবায়দুল কাদের বলেন, দেশের উপকূল ও হাওর অঞ্চলের মানুষের চরম দুর্দিনের মধ্যেও মানবিক বিচেনায় রোহিঙ্গাদের বাংলাদশে আশ্রয় দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আশ্রিত রোহিঙ্গাদের কেউ অভুক্ত নেই।

 

মন্ত্রী আরো বলেন, ‘আমি প্রধানমন্ত্রীর নির্দেশে তুমব্রু জিরো পয়েন্টে অবস্থানরত রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণ করতে এসেছি। শুরুতে ত্রাণ বিতরণে কিছুটা বিশৃংখলা দেখা দিলেও এখন সেনাবাহিনীর মাধ্যমে শৃংখলার মাধ্যমে ত্রাণ বিতরণ হচ্ছে।

 

ত্রাণ বিতরণের আগে সেতুমন্ত্রী তুমব্রু কোনাপাড়ার খালের ওপারে জিরো পয়েন্টে অবস্থানকারী রোহিঙ্গাদের সাথে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন। এছাড়া, মন্ত্রী নাইক্ষ্যংছড়ির চাক ঢালায় ত্রাণবাহী গাড়ি উল্টে নিহত নয়জনের পরিবারকে এক লাখ টাকা অনুদান দেন।

 

এসময় সেতুমন্ত্রী সাথে ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি, পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও বান্দরবান জেলা আওয়ামী লীগের সভাপতি কৈশালা মামা, কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আব্দুর রহমান এমপি, ঢাকা জেলার সভাপতি আলহাজ মো. সাইফুল হাসান নিখন, বান্দরবান জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, বান্দরবান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বান্দরবান পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, জেলা পুলিশ সুপার সনজিৎ কুমার রায়, জেলা পরিষদের সদস্য শফিকুর রহমান, কেউচিং চাক, সাবেক সদস্য আব্দুর রহমান চৌধুরী, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ, আওয়ামী লীগ নেতা শফিউল্লাহ, আবু তাহের কোম্পানী, নাইক্ষ্যংছড়ি সদর ইউপি চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী, জেলা ছাত্রলীগের সভাপতি কাউসার সোহাগ, জেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক খাইরুল বশর, ঘুমধুম ইউপি চেয়ারম্যান একে জাহাঙ্গীর আজিজ, ইমরান মেম্বর, খালেদ সরওয়ার হারেচ ও ছৈয়দুল বশর প্রমুখ।  

 

বিবার্তা/শফিক/নিশি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com