শিরোনাম
শাহজালালে আড়াই কোটি টাকার সোনা উদ্ধার
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০১৭, ১০:৩৯
শাহজালালে আড়াই কোটি টাকার সোনা উদ্ধার
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

পশ্চিমবঙ্গের কলকাতা থেকে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসা একটি বিমানের সিটের নিচ থেকে আড়াই কোটি টাকার ৪০টি সোনার বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা। রবিবার রাতে এগুলো উদ্ধার করা হয়।

 

বিষয়টি নিশ্চিত করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মইনুল খান জানান, বাংলাদেশ ইউএস বাংলার কলকাতা থেকে আসা বিএস২০২ ফ্লাইটটি বিকেলে বিমানবন্দরে অবতরণ করে। গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দারা ফ্লাইটটি অবতরণের আগে থেকেই বিশেষ নজরদারিতে রাখছিল। অবতরণের পর শুল্ক গোয়েন্দা দল তল্লাশি চালিয়ে বিমানের ৮এফ সিটের নিচ থেকে ৪০টি সোনার বার উদ্ধার করে।

 

হলুদ রঙের স্কচটেপে মোড়ানো সোনার বারগুলো কালো রঙের প্যাকেটে পাওয়া যায়। বারগুলোর প্রতিটির ওজন ১০ তোলা এবং মোট ওজন ৪.৬ কেজি।   যার বর্তমান বাজারমূল্য দুই কোটি ৫০ লাখ টাকা।

 

এ ঘটনায় শুল্ক আইন, ১৯৬৯ অনুযায়ী কার্যক্রম নেয়া হয়েছে। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও জানায় শুল্ক গোয়েন্দা।

 

বিবার্তা/আছিয়া/নিশি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com