শিরোনাম
জঙ্গি অর্থায়নের অভিযোগে স্পেনে বাংলাদেশি আটক
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০১৭, ১৪:০০
জঙ্গি অর্থায়নের অভিযোগে স্পেনে বাংলাদেশি আটক
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

জঙ্গি অর্থায়নের অভিযোগে স্পেনে এক বাংলাদেশিকে আটক করেছে সেখানকার আইনশৃঙ্খলা বাহিনী। শনিবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে সংবাদ সম্মেলন করে এমন তথ্য জানিয়েছেন র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার প্রধান মুফতি মাহমুদ খান। 


তিনি বলেন, র‌্যাবের আজকের অভিযানে ভিন্ন একটি নতুন মাত্রা আছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারি, বাংলাদেশি এক নাগরিক স্পেনে থেকে জঙ্গি কাজে জড়িত। পরে বিষয়টি প্রধানমন্ত্রীর অনুমতিক্রমে স্পেনের গোয়েন্দা সংস্থাকে জানানো হয় এবং তাকে সেখানেই চিহ্নিত করা হয়। আজ বাংলাদেশে যখন অভিযান হচ্ছিল, একই সময় স্পেনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে আটক করে। 

 

সবুজের ১১ সহযোগী বাংলাদেশে আটক 


স্পেনে আটক বাংলাদেশি নাগরিকের নাম আতাউল হক সবুজ বলে জানিয়েছেন মুফতি মাহমুদ খান। তিনি জানান, সবুজের স্ত্রীও স্পেনে বসবাস করেন। তার বিরোদ্ধেও সে দেশের আইনশৃঙ্খলা বাহিনী আইনানুগ ব্যবস্থা নিচ্ছে। 


মুফতি মাহমুদ খান জানান, স্পেনে আটক সবুজের আরো ১১ সহযোগীকে আজ ঢাকা, খুলনা ও রাজশাহী থেকে আটক করা হয়েছে। 


বিবার্তা/খলিল/নিশি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com