শিরোনাম
রোহিঙ্গা শরণার্থীদের জন্য ২০০ মিলিয়ন ডলার প্রয়োজন : জাতিসংঘ
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০১৭, ১৯:৩১
রোহিঙ্গা শরণার্থীদের জন্য ২০০ মিলিয়ন ডলার প্রয়োজন : জাতিসংঘ
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

জাতিগত নিধনের শিকার রোহিঙ্গা শরণার্থীদের জন্যপরবর্তী ছয় মাসে ২০০ মিলিয়ন মার্কিন ডলার পরিমাণ সহায়তার প্রয়োজন। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ১ হাজার ৬৩৯ কোটি ৫০ লাখ টাকা।


শুক্রবার রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে বাংলাদেশে নিয়োজিত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী রবার্ট ডি. ওয়াটকিনস নতুন এ হিসেব জানান।


এর আগে গত ৯ সেপ্টেম্বর বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের জন্য ৭৮ মিলিয়ন ডলার তথা ৬৩৯ কোটি ৪০ লাখ ৫০ হাজার টাকা সহায়তার আবেদন করেছিল জাতিসংঘ। তবে এখনও বাংলাদেশে আসছে রোহিঙ্গারা।


বাংলাদেশে নিয়োজিত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী রবার্ট ডি. ওয়াটকিনস শুক্রবার ঢাকায় রয়টার্সকে বলেন, এ মুহূর্তে আমরা ২০০ মিলিয়ন ডলার সহায়তা প্রয়োজন বলে হিসাব করেছি। এ পরিমাণটা নিশ্চিত নয়, হাতে থাকা তথ্যের ভিত্তিতে একটি ধারণাকৃত হিসাব এটি। জরুরি প্রয়োজনীয়তা বিবেচনায় নিয়ে আমরা এ হিসাব করেছি। এ মুহূর্তে আমরা জানি পরবর্তী ছয় মাস পর্যন্ত এ অবস্থা চলবে।


নিরাপত্তা বাহিনীর চেকপোস্টে বিদ্রোহীদের হামলার পর গত ২৫ আগস্ট সামরিক বাহিনীর অভিযান জোরদার হয়। নিধনযজ্ঞ থেকে বাঁচতে এরইমধ্যে বাংলাদেশে পালিয়ে এসেছেন চার লাখ ২২ হাজার রোহিঙ্গা। বিভিন্ন আশ্রয় কেন্দ্রে মানবেতর জীবন যাপন করছেন এসব রোহিঙ্গা।
পালিয়ে আসা রোহিঙ্গাদের অধিকাংশই নারী ও শিশু।


বিবার্তা/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com