শিরোনাম
আরো ৫০ হাজার মেট্রিক টন চাল আমদানির অনুমোদন
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০১৭, ২২:১৬
আরো ৫০ হাজার মেট্রিক টন চাল আমদানির অনুমোদন
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

সরকার দেশের চাহিদা মেটাতে সরকার আরো ৫০ হাজার মেট্রিক টন চাল আমদানি করবে।সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি বুধবার নন-বাসমতি সেদ্ধচাল আমদানির অনুমোদন দেয়।


মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।


বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মুস্তাফিজুর রহমান সাংবাদিকদের জানান, থাইল্যান্ডের মেসার্স সিয়াম রাইস ট্রেডিং লি.-এর কাছ থেকে ১৮১ কোটি ৭১ লাখ টাকা মূল্যের এ চাল আমদানি করা হবে।


বৈঠক শেষে খাদ্য সচিব এম কায়কোবাদ হোসেন জানান, সরকার ইতোমধ্যে ২ লাখ মেট্রিক টন চাল ক্রয় করেছে এবং আরো দেড় লাখ মেট্রিক টন চাল জাহাজ থেকে খালাসের অপেক্ষায় রয়েছে।


তিনি আরো বলেন, সরকার চলতি বছরের নভেম্বর মাসের মধ্যে আরো সাড়ে ৫ লাখ মেট্রিক টন চাল আমদানি করবে, ইতোমধ্যে এ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।


বিবার্তা/রোকন/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com