শিরোনাম
দেশে ফিরেছে ভারতে আটক দুই কিশোর
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০১৭, ১৪:২৫
দেশে ফিরেছে ভারতে আটক দুই কিশোর
কলকাতা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

একজনের বয়স ১৭, অন্যজন ১৮। দুই বছরেরও বেশি সময় পশ্চিমবঙ্গের বালুরঘাটের ‘শুভায়ন’ হোমে আটক ছিল। অবশেষে হোম থেকে স্বদেশে ফিরেছে ওই দুই বাংলাদেশি কিশোর।  

 

তারা হলো- মোহাম্মদ ইলিয়াস (বাবা: মো. সৈয়দ নূর, ঠিকানা: মোনেখালি, পো: উখিয়া, কক্সবাজার) এবং স্বপন রায় (বাবা: ব্রজনাথ রায়, ঠিকানা: দোকারপাতি, পো: ফুলবাড়ি, থানা: দেবীগঞ্জ, জিলাপগড়)।  

 

বুধবার সকাল ১০টার দিকে পশ্চিমবঙ্গের হিলি সীমান্ত দিয়ে এ দুই কিশোরকে বিজিবির হাতে তুলে দেয় বিএসএফ। এসময় সেখানে উপস্থিত ছিলেন হিলি ইন্টিগ্রেটেড চেক পোস্ট (আইসিপি) ওসি নাজির হোসেন, দক্ষিণ দিনাজপুর জেলা ‘চাইল্ড লাইন’র সেন্টার কোঅর্ডিনেটর সুরজ দাস, বাংলাদেশ ইমিগ্রেশনের ওসি আখতাব হোসেনসহ বিএসএফ ও বিজিবির কর্মকর্তারা।

 

চাইল্ড লাইনের সেন্টার কোঅর্ডিনেটর সুরজ দাস জানান, ‘এদিন দুই বাংলাদেশি কিশোরকে তাদের দেশে ফিরিয়ে দেয়া হয়েছে। ২০১৫ সালের সেপ্টেম্বরে হিলি সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের পরই তাদের আটক করা হয়। তাদের একজন কাজের খোঁজে, অন্যজন বেড়াতে গিয়ে বিএসএফের হাতে ধরা পড়ে। এরপর চাইল্ড ওয়েলফেয়ার কমিটির (সিডব্লিউসি) নির্দেশে চাইল্ডলাইনের মাধ্যমে শুভায়ন হোমে আশ্রয় পায় ওই কিশোররা।’

 

বিবার্তা/ডিডি/নিশি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com