শিরোনাম
‘অপরাধ নিয়ন্ত্রণে দরকার পুলিশের সক্ষমতা বৃদ্ধি’
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০১৭, ১৫:২২
‘অপরাধ নিয়ন্ত্রণে দরকার পুলিশের সক্ষমতা বৃদ্ধি’
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের সক্ষমতা বাড়ানো দরকার বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।

 

মঙ্গলবার দুপুরে ডিএমপিকে একটি পিকআপ গাড়ি হস্তান্তর করে ডাচ বাংলা ব্যাংক লিমিটেড (ডিবিবিএল)। নিজ কার্যালয়ে অনুষ্ঠিত ওই হস্তান্তর অনুষ্ঠানে ডিএমপি কমিশনার ওই কথা বলেন। পিকআপটি ডিএমপি’র মতিঝিল থানায় ব্যবহার করা হবে।

 

আছাদুজ্জামান মিয়া বলেন, দেশ ও দেশের মানুষের জন্য ডিবিবিএল-এর সাথে এক হয়ে আমাদের বিভিন্ন মহতি কাজ করার সুযোগ হয়েছে। আমাদের সবচেয়ে বড় সহযোগী প্রতিষ্ঠান ডিবিবিএল। ডিএমপির ২৫ হাজারেরও বেশি কর্মকর্তা ও কর্মচারীর বেতন ভাতা ডিবিবিএল-এর মাধ্যমে হয়। আগামীতেও ডিবিবিএল-এর সাথে আমাদের ব্যাংকিং ব্যবস্থা সুদৃঢ় হবে। ডিবিবিএল শুধু লাভের টাকা তাদের ঘরে তোলে না। সামাজিক কল্যাণমূলক কাজেও তারা সহযোগিতা করেন।

 

তিনি আরো বলেন, সরকার পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে অনেক পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করেছে। সরকারিভাবে আমরা অনেক গাড়ি পেয়েছি। কিন্তু প্রয়োজনের তুলনায় প্রাপ্ত গাড়ি অপ্রতুল। আমাদের সক্ষমতা বাড়াতে সিএসআর-এর আওতায় আমরা সমাজের বিভিন্ন মানুষ ও প্রতিষ্ঠানের নিকট থেকে গাড়ি পাচ্ছি।

 

সামাজিক দায়বদ্ধতা থেকে সহযোগিতা করতে এগিয়ে আসার জন্য ডিবিবিএল পরিচালনা পর্ষদকে আন্তরিক ধন্যবাদ জানান তিনি।

 

গাড়ি হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাচ বাংলা ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান সায়েম আহমেদ ও ম্যানেজিং ডিরেক্টর আবুল কাসেম মো. শিরিন প্রমুখ।

 

বিবার্তা/খলিল/নিশি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com