শিরোনাম
নদ-নদীর পানি কমছে
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০১৭, ১৬:৩৬
নদ-নদীর পানি কমছে
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

দেশের বিভিন্ন নদ-নদীর ৯০টি পানি সমতল স্টেশনের পর্যবেক্ষণ অনুযায়ী ২১টি পয়েন্টে পানিবৃদ্ধি ও ৬৬টি পয়েন্টে পানি হ্রাস পেয়েছে।


বুধবার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৯০টি পানি সমতল স্টেশনের পর্যবেক্ষণ অনুযায়ী ৯ পয়েন্টে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়াও ৩টি পয়েন্টে অপরিবর্তিত রয়েছে।


নদ-নদীর পরিস্থিতি সম্পর্কে বন্যা পূর্বভাস ও সতর্কীরণ কেন্দ্রের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার এ কথা জানানো হয়েছে।


ব্রহ্মপুত্র-যমুনা, গঙ্গা-পদ্মা এবং সুরমা- কুশিয়ারা নদ-নদী সমূহের পানি সমতল হ্রাস পাচ্ছে এবং ব্রহ্মপুত্র- যমুনা, গঙ্গা ও পদ্মার পানি সমতল হ্রাস আগামী ৭২ ঘন্টায় অব্যাহত থাকতে পারে।


অপরদিকে, সুরমা নদীর পানি সমতল হ্রাস আগামী ৪৮ ঘণ্টায় অব্যাহত থাকতে পারে। কুশিয়ারা নদীর পানি সমতল আগামি ২৪ ঘণ্টায় বৃদ্ধি পেতে পারে, যা পরবর্তিতে স্থিতিশীল হয়ে যেতে পারে।


মঙ্গলবার সকাল ৯টা থেকে বুধবার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় রামগড়ে ৫৯ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।


বিবার্তা/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com