শিরোনাম
বিদেশিদের প্রতারণার অর্থ লেনদেন করে ১২ ব্যাংক
প্রকাশ : ২৭ জুলাই ২০১৭, ১৩:৫৮
বিদেশিদের প্রতারণার অর্থ লেনদেন করে ১২ ব্যাংক
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বিদেশিরা প্রতারণার অর্থ লেনদেন করছেন- এমন অভিযোগে বাংলাদেশের ১২টি ব্যাংক সনাক্ত করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার আব্দুল বাতেন।


এর আগে মানব পাচার ও প্রতারণার অভিযোগে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে নয়জনকে আটক করে পুলিশ। এদের মধ্যে চারজন নাইজেরিয়ার নাগরিক। এ ব্যাপারে বিস্তারিত তথ্য প্রদানের জন্য বৃহস্পতিবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল।


এ সময় আব্দুল বাতেন বলেন, বুধবার রাতে রাজধানী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চারজন নাইজেরিয়ার নাগরিকসহ ৯ প্রতারককে আটক করা হয়।



আটকরা হলো- জন আগাড়ি ইউজিও, আফেজ, মাইকেল ইউজিনি ব্রাউন, নামডি কেলভিন, লিজা আক্তার ওরফে অ্যাসতা, তাসমিয়া পারভীন ওরফে শিমু ও মো. মহসিন শেখ।


আব্দুল বাতেন জানান, তাদেরকে প্রথামিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এ সময় তারা বলেছে প্রতরাণা করে তারা ১২টি ব্যাংকে টাকা জমা রাখে এবং বিভিন্ন উপায়ে লেনদেন করে। ওইসব ব্যাংকগুলোকে সনাক্ত করা হয়েছে বলেও জানান তিনি।


বিবার্তা/খলিল/যুথি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com