শিরোনাম
বিদেশ থেকে জঙ্গিদের কাছে অর্থ আসছে: র‌্যাব
প্রকাশ : ২৬ জুলাই ২০১৭, ১৪:৪৮
বিদেশ থেকে জঙ্গিদের কাছে অর্থ আসছে: র‌্যাব
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

দেশের বাইরে থেকে জঙ্গিদের কাছে অর্থ আসছে বলে জানিয়েছেন র‌্যাব-৩ এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ।


বুধবার বেলা সোয়া ১টার দিকে রাজধানীর কারওয়ান বাজারস্থ র‌্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে এমন তথ্য জানিয়েছেন তিনি।

র‌্যাবের এ পরিচালক জানান, মঙ্গলবার রাজধানীর বাড্ডার আফতাব নগর এলাকা থেকে জেএমবির সারোয়ার-তামিম গ্রুপের সক্রিয় তিন সদস্যকে আটক করা হয়েছে। তারা সেই এলাকায় একটি সংগঠনিক মিটিং করছিল।


আটকরা হলেন- মুশফিকুল হক (২৪), বিপ্লব হোসেন কামাল ওরফে সুন্নাহ কামাল ওরফে মাওলানা কামাল হোসেন বিপ্লবী (২৬) ও মামুনুর রশিদ ওরফে আবু ইউশা (২৬)। আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদও করেছে র‌্যাব। এসময় বিদেশ থেকে অর্থ আসার বিষয়টি জানায় তারা। 


তুহিন মোহাম্মদ মাসুদ জানান, জঙ্গিরা প্রবাসীদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে সংগঠনকে শক্তিশালী করার চেষ্টা করছে। তবে বিদেশ থেকে তাদের কাছ কারা অর্থ পাঠাচ্ছে সে বিষয়ে তদন্ত চলছে। ইতিমধ্যে কয়েকজনের নামও পাওয়া গেছে বলে জানান তিনি। 

 

বিবার্তা/খলিল/নিশি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com