শিরোনাম
হজযাত্রীদের জন্য ফ্রি বাস সার্ভিস
প্রকাশ : ২৬ জুলাই ২০১৭, ০১:২১
হজযাত্রীদের জন্য ফ্রি বাস সার্ভিস
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

হজযাত্রীরা যাতে নির্বিঘ্নে বিমানবন্দরে যেতে পারেন, হজযাত্রীদের জন্য ফ্রি বাস সার্ভিস চালু করেছে ট্রাফিক পুলিশ। এ বাস রাজধানীর আশকোনায় হজক্যাম্প থেকে হজযাত্রীদেকে হযরত শাহজালাল বিমানবন্দরে পৌঁছে দেবে।


মঙ্গলবার বিকেলে ফ্রি বাস সার্ভিসের উদ্বোধন করেন উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) প্রবীর কুমার রায়। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ নাজমুল আলম, এডিসি (ট্রাফিক-উত্তর) রহিমা আক্তার লাকী, সিনিয়র সহকারী পুলিশ কমিশনার জিন্নাত আলী মোল্লা, সহকারী পুলিশ কমিশনার মফিজুর রহমান।


অনুষ্ঠানে ডিসি প্রবীর কুমার রায় বলেন, এয়ারপোর্ট ক্রসিং ট্রাফিক উত্তর বিভাগের একটি গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম ক্রসিং। হজযাত্রীরা পৃথক পৃথকভাবে হেঁটে এই ক্রসিং অতিক্রম করে বিমানবন্দরে যাতায়াত করলে আহত হওয়ার সম্ভাবনা থাকে। একইসঙ্গে এ ক্রসিংয়ে ট্রাফিক ব্যবস্থাপনায় সমস্যাসহ যানজটের সৃষ্টি হয়। তাই হজযাত্রীদের যাতায়াত নিরাপদ ও সুশৃঙ্খল করতে এ উদ্যোগ নেয়া হয়েছে।


বিবার্তা/মোয়াজ্জেম

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com