শিরোনাম
দাওরায়ে হাদিস পরীক্ষার ফল প্রকাশ আজ
প্রকাশ : ২৫ জুলাই ২০১৭, ১১:২৭
দাওরায়ে হাদিস পরীক্ষার ফল প্রকাশ আজ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

তাকমীল (দাওরায়ে হাদিস) পরীক্ষার ফলাফল প্রকাশ হবে মঙ্গলবার। আল হাইআতুল উলয়া লিল-জামি’আতিল কওমিয়া বাংলাদেশের পক্ষ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

ফলাফল হাইআতুল উলয়া নিজস্ব ওয়েবসাইটে (http://al-haiatululia.com) পাওয়া যাবে। মোবাইল ফোনের মেসেজের মাধ্যমেও মিলবে ফলাফল। যেকোনো নম্বর থেকে মেসেজ অপশনে গিয়ে HTR লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে Send করতে হবে ৯৯৩৩ নম্বরে।

 

গত ১১ এপ্রিল গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কওমি মাদরাসার দাওরায়ে হাদিসের সনদকে মাস্টার্সের (ইসলামিক স্টাডিজ এবং আরবি) সমমান প্রদানের ঘোষণা দেন। ১৩ এপ্রিল রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয় এ মর্মে প্রজ্ঞাপন জারি করে।

 

প্রজ্ঞাপনের আলোকে গঠিত কমিটি কওমি মাদরাসাগুলোর দাওরায়ে হাদিসের পরীক্ষা গ্রহণের জন্য প্রতিষ্ঠা করেন ‘আল হাইআতুল উলয়া লিল-জামি’আতিল কওমিয়া বাংলাদেশ।’

 

গঠিত এই প্রতিষ্ঠানের অধীনে গত ১৫ মে অভিন্ন প্রশ্নপত্রে সারা দেশের কওমি মাদরাসার দাওরায়ে হাদিসের পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় দেশের ছয়টি কওমি শিক্ষাবোর্ডের ৭৩৭টি মাদরাসার ১৯ হাজার ৪৭২ জন পরীক্ষার্থী অংশ নেন।

 

বিবার্তা/আছিয়া/নিশি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com