শিরোনাম
নৌযান শ্রমিকদের ডাকা ধর্মঘট প্রত্যাহার
প্রকাশ : ২৪ জুলাই ২০১৭, ০৪:১৪
নৌযান শ্রমিকদের ডাকা ধর্মঘট প্রত্যাহার
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

২১ দফা দাবিতে নৌযান শ্রমিক ফেডারেশনসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের ডাকা নৌ ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। রবিবার রাত ১০টার দিকে শ্রম ভবনে শ্রম পরিদফদরের কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়া হয়।


পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী রবিবার রাত ১২টা ১ মিনিট থেকে অনির্দিষ্টকালের জন্য নৌ ধর্মঘট পালন করার কথা ছিল। এ কারণে সারা দেশে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখার কথা ছিল।


নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি মো. শাহ আলম জানান, দাবিদাওয়া পূরণে শ্রম পরিদফতরের আশ্বাসের ভিত্তিতে ধর্মঘট আপাতত প্রত্যাহার করা হয়েছে।


২১ দফা দাবির মধ্যে রয়েছে- ভারতের কারাগারে আটক আটজন নাবিককে দ্রুত মুক্ত করে মর্যাদাপূর্ণভাবে বাংলাদেশে ফেরত আনার ব্যবস্থা করা, বাংলাদেশের কারাগারে আটক নাবিকদের অবিলম্বে মুক্তি দেয়া, ভারতগামী জাহাজের মাস্টার-চালক ও নাবিকদের উপযুক্ত পরিচয়পত্র দিয়ে ভারতে নিরাপদ অবস্থানের ব্যবস্থা করা, বন্ধ রাখা তেলবাহী জাহাজ দ্রুত চলাচলের ব্যবস্থা করা, নৌযান শ্রমিকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা, ত্রুটিপূর্ণ নৌযানকে জরিপ সনদ না দেয়া ইত্যাদি।


বিবার্তা/সোহেল/পলাশ


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com