শিরোনাম
‘৬২ হাজার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব’
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০১৬, ১৩:০১
‘৬২ হাজার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব’
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+
বিগত ১২ বছরে প্রায় ৬২ হাজার মাদক ব্যবসায়ীকে র‌্যাব গ্রেফতার করেছে বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক বেনজীর আহমেদ। মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবে জঙ্গিবাদ ও মাদকবিরোধী এক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি একথা জানান।


র‌্যাবের মহাপরিচালক বলেন, ‘৬২ হাজার মাদক ব্যবসায়ীকে শুধুমাত্র র‌্যাবই গ্রেফতার করেছে। বিজিবি, পুলিশসহ অন্যান্য বাহিনীর সদস্যরাও অনেককে গ্রেফতার করেছে। লক্ষাধিক ব্যবসায়ী গ্রেফতার করেও কিন্তু আমরা কাঙ্ক্ষিত সাফল্য পাইনি। এজন্য গণপ্রতিরোধ গড়া ছাড়া সাফল্য অর্জন সম্ভব নয়।’


বাংলাদেশের সীমান্ত এলাকায় মাদকের ভয়াবহতায় উদ্বেগ প্রকাশ করে বেনজীর বলেন, ‘সীমান্ত এলাকার একটা বড় জনগোষ্ঠী মাদক ব্যবসার সঙ্গে জড়িত। সহজ মুনাফার জন্য সীমান্ত এলাকায় যারা অন্যায় কাজে জড়িত আছেন, তাদের স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যাক্তি সবাই মিলে একত্রিত হয়ে বোঝাতে হবে। এ পথ থেকে তাদের সরিয়ে আনতে হবে।’


‘তামাক, মাদক ও সন্ত্রাসবিরোধী জোট: ক্যাট’ আয়োজিত ‘জঙ্গিবাদ এবং মাদকবিরোধী আলোচনা সভা ও কবিতা পাঠ’ অনুষ্ঠানের শুরুতে ড. এমএ ওয়াজেদ মিয়া প্রতিষ্ঠিত সাধনা সংসদ ফাউন্ডেশনের ওয়েবসাইট (www.sadhanasangshadfoundation.com) উদ্বোধন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আছাদুজ্জামান খাঁন কামাল। তিনিও মাদক ও জঙ্গিবাদ দমনে সংগ্রাম চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।


সাধনা সংসদ ফাউন্ডেশনের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মাকসুদ কামালের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিনিয়র স্বরাষ্ট্রসচিব ড. মো. মোজাম্মেল হক খান, পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহামেদ খান, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ প্রমুখ।


বিবার্তা/ইডি/ইফতি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com